শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ঠিকানা’র বিশেষ শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ প্রচারিত হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো সঞ্চালকের আসনে চিত্রনায়ক জায়েদ খান। যেখানে প্রথম দিন তাঁর অতিথি হিসেবে ছিলেন অভিনেত্রী তানজিন তিশা। এই অনুষ্ঠানেই তিনি মা হতে চাওয়ার কথা জানান।
আলাপচারিতার একপর্যায়ে তিশাকে জায়েদ প্রশ্ন করেন, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’
এ প্রশ্নে তিশা বলেন, ‘আই উইল বি আ মাদার (আমি মা হয়ে যাব)। এরমধ্যে আমি বিয়ে করব। মা হব।’
যোগ করে অভিনেত্রী আরও বলেন, ‘কাজের ক্ষেত্রে নিজেকে দেখতে চাই যে, অভিনয়ের জায়গাটা যেন দর্শকদের মনে থাকে—এমন কিছু কাজ আরও ভালোভাবে করতে চাই।’
তিশা বলেন, ‘দেখুন এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের (পেশাদার জীবন) সঙ্গে পারসনাল লাইফটাও (ব্যক্তিজীবন) গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’
শুধু তা-ই নয়, অনুষ্ঠানটিতে বিয়ে নিয়ে গুজবের বিষয়েও কথা বলেন তানজিন তিশা।
প্রসঙ্গত, ভিন্নধর্মী পরিবেশনায় সাজানো টকশো ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান। যেখানে উঠে আসবে বিভিন্ন তারকার সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী ভাবনা। প্রতি শুক্রবার ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সময় রাত ১০টায় প্রচার হবে এটি।