সেকশন

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
Independent Television
 

শপথগ্রহণেও সুপারহিট দেব

আপডেট : ২৭ জুন ২০২৪, ১২:২৯ পিএম

পশ্চিমবঙ্গের ঘাটাল থেকে টানা তিনবার লোকসভা ভোটে নির্বাচিত হয়েছেন টলিউড অভিনেতা দেব। গত মঙ্গলবার (২৫ জুন) ছিল নবনির্বাচিত সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান। কিন্তু ব্যক্তিগত কারণে তার একদিন পর বুধবার স্পিকার নির্বাচনের দিনই ১৮তম লোকসভায় শপথ নেন তিনি। আর শপথবাক্য পাঠেও বজায় ছিল তাঁর ‘সুপারস্টার’ কারিশমা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অঙ্গীকার মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছেন তৃণমূলের তারকা নেতা দেব। তাঁর পরনে ছিল অলিভ গ্রিন রঙের ফর্মাল শার্ট। কালো প্যান্ট। কাঁধে ঝোলা সাইড ব্যাগ। চোখে রোদচশমা। হিরোসুলভ মেজাজেই সবুজ কার্পেটে হেঁটে পার্লামেন্টের ভিতরে প্রবেশ করতে দেখা যায় এই টলিউড সুপারস্টারকে। রীতি মোতাবেক, সাধু ভাষাতে শপথবাক্য পাঠ করেন তিনি। টানা তিনবার তাঁকে জেতানোর জন্য সংসদে দাঁড়িয়ে ঘাটালবাসীকে জানিয়েছেন ধন্যবাদ।

ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেও দেব লিখেছেন, ‘ঘাটালের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ আমাকে তৃতীয়বারের জন্য নির্বাচিত করার জন্য। জয় হিন্দ জয় বাংলা।’

লোকসভায় দেবের প্রত্যাবর্তনে ভীষণ উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। কারণ এবারের লোকসভা নির্বাচনের আগে আর ভোটে না লড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল নায়কের পক্ষ থেকে। কিন্তু তাঁর এমন সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না অনুরাগীদের একাংশ। 

অবশেষে চব্বিশের লোকসভার নির্বাচন ঘুরিয়ে দিল মোড়! তাঁকে ফেরাতে ময়দানে নেমেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর হাত ছাড়েননি।

জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে হলো ‘খোকাবাবু’র প্রত্যাবর্তন। এলেন লোকসভা ভোটে, মাথার ঘাম পায়ে ফেলে জিতলেনও তিনি।

দীর্ঘদিন ছিলেন নীরব। স্বরূপে ফিরলেন সেটাও মাত্র ১৯ সেকেন্ডের এক প্রমো ভিডিওতে। বলা হচ্ছে চিত্রনায়ক আরিফিন শুভর কথা। আলোচনার কেন্দ্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন জনপ্রিয় এ অভিনেতা। সর্বশেষ দেখা...
তাকদীর ও কারাগার ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকমহলে প্রশংসিত হন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। দুটি সিরিজই ওটিটি প্ল্যাটফর্মে তুমুল সাড়া ফেলে। এরপর থেকেই তার পরবর্তী কাজের জন্য অধীর আগ্রহে ছিলেন দর্শকরা।...
টিভি নাটকের অভিনয় শিল্পীদের সবচেয়ে বড় সংগঠন অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা শপথ নিয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নিকেতনে সংগঠনটির কার্যালয়ে ২০২৫-২৮ মেয়াদের...
চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন। আগামী ২৫ এপ্রিল সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা...
বায়ুদূষণের কারণে তীব্র হচ্ছে বজ্রপাত। দেশের বাতাসে ধুলা, সমুদ্রের লবণ, সালফেট ও কার্বন-কণা বাড়ছে। বাতাসে দুই দশমিক দুই পাঁচ আকারের বস্তুকণার মাত্রাও বেশি জমছে। সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার কারণেও ঘনঘন...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের প্রতি সদয় হতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার এয়ার ফোর্স...
প্রেস উইং জানিয়েছে, প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তাঁর কাজের ভূয়সী প্রশংসা করতেন। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ...
কোপা দেল রে-র ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী উত্তাপ ছড়ানো ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এ ম্যাচ ঘিরে আলোচনা তুঙ্গে। বিশেষ করে ফাইনালের রেফারি বদল করা নিয়ে রীতিমতো...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.