পশ্চিমবঙ্গের ঘাটাল থেকে টানা তিনবার লোকসভা ভোটে নির্বাচিত হয়েছেন টলিউড অভিনেতা দেব। গত মঙ্গলবার (২৫ জুন) ছিল নবনির্বাচিত সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান। কিন্তু ব্যক্তিগত কারণে তার একদিন পর বুধবার স্পিকার নির্বাচনের দিনই ১৮তম লোকসভায় শপথ নেন তিনি। আর শপথবাক্য পাঠেও বজায় ছিল তাঁর ‘সুপারস্টার’ কারিশমা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অঙ্গীকার মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছেন তৃণমূলের তারকা নেতা দেব। তাঁর পরনে ছিল অলিভ গ্রিন রঙের ফর্মাল শার্ট। কালো প্যান্ট। কাঁধে ঝোলা সাইড ব্যাগ। চোখে রোদচশমা। হিরোসুলভ মেজাজেই সবুজ কার্পেটে হেঁটে পার্লামেন্টের ভিতরে প্রবেশ করতে দেখা যায় এই টলিউড সুপারস্টারকে। রীতি মোতাবেক, সাধু ভাষাতে শপথবাক্য পাঠ করেন তিনি। টানা তিনবার তাঁকে জেতানোর জন্য সংসদে দাঁড়িয়ে ঘাটালবাসীকে জানিয়েছেন ধন্যবাদ।
ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেও দেব লিখেছেন, ‘ঘাটালের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ আমাকে তৃতীয়বারের জন্য নির্বাচিত করার জন্য। জয় হিন্দ জয় বাংলা।’
লোকসভায় দেবের প্রত্যাবর্তনে ভীষণ উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। কারণ এবারের লোকসভা নির্বাচনের আগে আর ভোটে না লড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল নায়কের পক্ষ থেকে। কিন্তু তাঁর এমন সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না অনুরাগীদের একাংশ।
অবশেষে চব্বিশের লোকসভার নির্বাচন ঘুরিয়ে দিল মোড়! তাঁকে ফেরাতে ময়দানে নেমেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর হাত ছাড়েননি।
জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে হলো ‘খোকাবাবু’র প্রত্যাবর্তন। এলেন লোকসভা ভোটে, মাথার ঘাম পায়ে ফেলে জিতলেনও তিনি।