সেকশন

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
Independent Television
 

কেন গাছ লাগিয়েই চলেছেন দেব

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৩:২৭ পিএম

যেমন কথা, তেমন কাজ! ‘যত ভোট পাব, তত গাছ লাগাব ঘাটালে’—ভোটের আগে এই অঙ্গীকার করেছিলেন টলি-নায়ক তথা ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দেব।

হ্যাঁ, কথা রাখলেন সুপারস্টার। ভোটে জেতার পর থেকেই তাঁর নির্বাচনীয় এলাকা ঘাটালের নানা এলাকায় একের পর এক গাছ পুঁতে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দেব জানিয়েছেন, গত কয়েক মাসে ৪৫ হাজারেরও বেশি বৃক্ষরোপণ করেছেন তিনি। তবে এখানেই থামছেন না! গাছ লাগানো চলবে নিয়ম মেনেই।

গতবারের চেয়ে পৌনে এক লাখ ভোট বেশি পেয়ে তৃতীয়বারের সংসদ-যাত্রা নিশ্চিত করেন দেব। এক লাখ ৮২ হাজার ৪৪৬ ভোটে জেতেন তিনি। 

সেই ভোটের সংখ্যা গাছ লাগিয়ে ছোঁয়ার লক্ষ্য ‘পাগলু’খ্যাত এ তারকার। 

ভোটে জেতার পর সংবাদমাধ্যমে দেব বলেছিলেন, ‘আমি বলেছিলাম আমি যত ভোট পেয়ে জিতব, ততগুলো গাছ লাগাব। বর্ষার আগেই আমি গাছ লাগানোর উদ্যোগ নেব। ভোটপ্রচারে বেরিয়ে বেশ কয়েকটি সমস্যা আমার নজরে পড়েছে। সেগুলো সব আমি লিখে রেখেছি। আর অবশ্যই ঘাটাল মাস্টারপ্ল্যান আমার কাছে সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ।’

দেব যে কথা রেখেছেন, তার প্রমাণ দিয়েছেন কর্মে। সেসবের নিয়মিত আপডেট তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর, কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের নাম প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হয়েছে। আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট...
যদিও পাহেলগমের সন্ত্রাসী হামলার পরই ফাওয়াদ তাঁর ইনস্টা স্টোরিতে লেখেন, ‌‘পাহেলগমে এমন জঘন্য হামলার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। এই ভয়ানক ঘটনার শিকার হতে হলো যাঁদের, তাঁদের জন্য প্রার্থনা করছি এবং...
প্রাত্যহিক জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃক ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড (জুরি)’ জিতেছে বাংলাদেশি সিনেমা ‘মাস্তুল’। মস্কোর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ এপ্রিল)...
তাকদীর ও কারাগার ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকমহলে প্রশংসিত হন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। দুটি সিরিজই ওটিটি প্ল্যাটফর্মে তুমুল সাড়া ফেলে। এরপর থেকেই তার পরবর্তী কাজের জন্য অধীর আগ্রহে ছিলেন দর্শকরা।...
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে ধান উড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মনোয়ারা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ইউনিয়নের ফারাক্কাবাঁধ গুলিশা গ্রামের শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
পাসপোর্টের তথ্য দিয়ে উড়োজাহাজের টিকিট বুকিংয়ের নতুন নিয়ম চালু হওয়ায় টিকিটের দাম এখনও তুলনামূলকভাবে কম। এতে যাত্রীরা স্বস্তিতে থাকলেও ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন (আটাব) বলছে, সিন্ডিকেট এখনও...
গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 
ম্যালেরিয়া হচ্ছে মশাবাহিত রোগ। মূলত স্ত্রী জাতীয় অ্যানোফিলিস নামক এক ধরনের মশার কামড়ের মাধ্যমে এ রোগ হয়ে থাকে। এ ক্ষেত্রে সংক্রমিত মশা যখন কোনো ব্যক্তিকে কামড়ায়, তখন ওই ব্যক্তির রক্তে ম্যালেরিয়ার...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.