যেমন কথা, তেমন কাজ! ‘যত ভোট পাব, তত গাছ লাগাব ঘাটালে’—ভোটের আগে এই অঙ্গীকার করেছিলেন টলি-নায়ক তথা ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দেব।
হ্যাঁ, কথা রাখলেন সুপারস্টার। ভোটে জেতার পর থেকেই তাঁর নির্বাচনীয় এলাকা ঘাটালের নানা এলাকায় একের পর এক গাছ পুঁতে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দেব জানিয়েছেন, গত কয়েক মাসে ৪৫ হাজারেরও বেশি বৃক্ষরোপণ করেছেন তিনি। তবে এখানেই থামছেন না! গাছ লাগানো চলবে নিয়ম মেনেই।
গতবারের চেয়ে পৌনে এক লাখ ভোট বেশি পেয়ে তৃতীয়বারের সংসদ-যাত্রা নিশ্চিত করেন দেব। এক লাখ ৮২ হাজার ৪৪৬ ভোটে জেতেন তিনি।
সেই ভোটের সংখ্যা গাছ লাগিয়ে ছোঁয়ার লক্ষ্য ‘পাগলু’খ্যাত এ তারকার।
ভোটে জেতার পর সংবাদমাধ্যমে দেব বলেছিলেন, ‘আমি বলেছিলাম আমি যত ভোট পেয়ে জিতব, ততগুলো গাছ লাগাব। বর্ষার আগেই আমি গাছ লাগানোর উদ্যোগ নেব। ভোটপ্রচারে বেরিয়ে বেশ কয়েকটি সমস্যা আমার নজরে পড়েছে। সেগুলো সব আমি লিখে রেখেছি। আর অবশ্যই ঘাটাল মাস্টারপ্ল্যান আমার কাছে সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ।’
দেব যে কথা রেখেছেন, তার প্রমাণ দিয়েছেন কর্মে। সেসবের নিয়মিত আপডেট তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও।