ফের টলিউডের সিনেমায় দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। আর তাঁর সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা দেব। শোনা যাচ্ছে, নির্মাতা অভিজিৎ পরিচালিত এ সিনেমার শিরোনাম ‘প্রতীক্ষা’।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ফারিণ-দেবের সঙ্গে সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন মিঠুন চক্রবর্তী। বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন-দেবকে।
তবে সিনেমার গল্প সম্পর্কে এখনই কোনো কিছু খোলাসা করতে চাইলেন না নির্মাতা অভিজিৎ। শুধু জানালেন, সিনেমাটির গল্প চূড়ান্ত। চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তাঁরা। চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। প্রযোজনার বাইরে অন্যত্র কাজ করছেন অতনু রায়চৌধুরী।
ফারিণ প্রসঙ্গে পরিচালকের ভাষ্য, ‘তাসনিয়াকে অতনু রায়চৌধুরী নির্বাচন করেছেন। আমারও খুব ভালো লাগে তার অভিনয়। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাচ্ছিলাম।’
জানা যায়, প্রতীক্ষার শুটিং শুরু হবে আসছে নভেম্বরে। বেশির ভাগ অংশের শুটিং হবে লন্ডনে। কিছু অংশের শুট কলকাতাতেও হবে।
প্রসঙ্গত, ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ও ‘কারাগার’ ওয়েব সিরিজ দিয়ে পশ্চিমবঙ্গে পরিচিতি পান তাসনিয়া ফারিণ। এরপর সেখানকার অতনু ঘোষের পরিচালনায় ‘আরও এক পৃথিবী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে এ অভিনেত্রীর।