সেকশন

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
Independent Television
 

গণপিটুনিতে নিহত সেলিম-শান্তকে নিয়ে যা বললেন কলকাতার দেব-কৌশানি

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৪:৪৭ পিএম

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সারাদেশের মানুষ। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবরও পাওয়া যাচ্ছিল। এই উত্তাল সময়ে গণপিটুনিতে মারা গেছেন শাপলা মিডিয়ার কর্ণধার-প্রযোজক সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান। সেলিম চাঁদপুরের স্থানীয় আওয়ামী লীগ নেতা।

এ খবর টালিগঞ্জে পৌঁছতেই স্তব্ধ হয়ে যান সেখানকার অভিনয়শিল্পীরা। তাদের একজন টলিউড অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দেব। সেলিম এর আগে কলকাতার দেবকে নিয়ে নির্মাণ করছিলেন ‌‘কমান্ডো’ নামের চলচ্চিত্র। 

সেলিম খানের মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়ে দেব বলেন, ‘আমার তো বিশ্বাসই হচ্ছে না। খুবই খারাপ খবর। তবে শুধু এই ঘটনা নয়। বাংলাদেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমি চাইব ওপার বাংলায় শান্তি ফিরে আসুক। সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায়।’

সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খানের মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যান টালিউড নায়িকা কৌশানি মুখার্জিও। নায়ক শান্তর এমন মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

ইন্ডাস্ট্রিতে বেশ কিছু কাজ করার কথাও ছিল তাঁর।  ভারতীয় এক সংবাদমাধ্যমকে কৌশানি বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না সত্যিই এটা হয়েছে। আমার সঙ্গে ছাড়াও টালিউডের অনেকেরই শাপলা মিডিয়ার সেলিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ ছিল। শান্তর চাঁদপুর এলাকায় যাওয়ার পর ঢাকা ঘোরানো থেকে সিম কার্ড সংগ্রহ, সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিল। মানুষকে ভালোবাসতেন। আমি যেহেতু অভিজ্ঞতায় বড়, আমার থেকে নানা উপদেশ নিত। আমি ভাবতেই পারছি না এমন।’

শান্তর সঙ্গে কৌশানির পরের ছবি ‘পিয়া রে’- র সমস্ত কাজ শেষ হয়েছিল। অপেক্ষা ছিল শুধু মুক্তির। কৌশানী বলেন, ‘এখন তো আর ছবিটাও মুক্তি পাবে না।’

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর, কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের নাম প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হয়েছে। আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট...
যদিও পাহেলগমের সন্ত্রাসী হামলার পরই ফাওয়াদ তাঁর ইনস্টা স্টোরিতে লেখেন, ‌‘পাহেলগমে এমন জঘন্য হামলার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। এই ভয়ানক ঘটনার শিকার হতে হলো যাঁদের, তাঁদের জন্য প্রার্থনা করছি এবং...
প্রাত্যহিক জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃক ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড (জুরি)’ জিতেছে বাংলাদেশি সিনেমা ‘মাস্তুল’। মস্কোর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ এপ্রিল)...
২০১৩ সালের এ দিনটি (২৪ এপ্রিল) কারও মনে থাকুক কিংবা না থাকুক, দেশের ইতিহাসে দিনটি লেখা থাকবে কালো অধ্যায় হয়ে। সেদিন সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার সাভারে রানা প্লাজা নামের ভবনটি ধসে পড়ে। এ দুর্ঘটনায়...
ম্যালেরিয়া হচ্ছে মশাবাহিত রোগ। মূলত স্ত্রী জাতীয় অ্যানোফিলিস নামক এক ধরনের মশার কামড়ের মাধ্যমে এ রোগ হয়ে থাকে। এ ক্ষেত্রে সংক্রমিত মশা যখন কোনো ব্যক্তিকে কামড়ায়, তখন ওই ব্যক্তির রক্তে ম্যালেরিয়ার...
গ্রীষ্মের পাহাড়ে বাহারি ফুল। কৃষ্ণচূড়া, লাল সোনাইল, জারুল, সোনালু, কুরচিসহ বিভিন্ন প্রজাতির ফুল ফুটেছে। বসন্তের শেষে প্রকৃতির শূন্যতা পূরণ করে লাল, হলুদ, বেগুনি রঙ ছড়ানো বুনো ফুল। বিবর্ণ পাহাড়ে...
ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ঘিরে দর্শকের কৌতূহলের শেষ নেই—চলচ্চিত্রের পর্দার বাইরেও তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে নানা গুঞ্জন। স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও...
পেহেলগামকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আর তাতে সব সহযোগিতার আশ্বাস দেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.