ইধিকা পাল, কলকাতার মেয়ে হলেও শাকিব খানের ‘প্রিয়তমা’র দরুণ বাংলাদেশে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী। তবে ইদানীং ওপারেও সেটা বাড়ছে। কারণ ‘কিশোরী কিশোরী কিশোরী কিশোরী…তোকে না পাইলে জানি না কী করি’ গানটি।
রথিজিৎয়ের গাওয়া এই গানটি এখন কলকাতার ছবি ‘খাদান’-এর মতোই সুপারহিট। এর হাত ধরেই এখন সুপারস্টার দেবের পাশাপাশি জনপ্রিয়তার শিখরে রয়েছেন ছবির নায়িকা ইধিকা পাল।
আপাতত মানুষের ভালোবাসা, জনপ্রিয়তার জোয়ারে গা ভাসিয়েছেন ইধিকাও। যেখানেই যাচ্ছেন শুধুই লোকে তাঁকে 'কিশোরী কিশোরী' বলে ডাকতে শুরু করে দিচ্ছেন। সম্প্রতি এক খুদের কাণ্ডে হতবাক অভিনেত্রী নিজেও। রোববার (৫ জানুয়ারি) রাতে গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন ইধিকা। সেসময় রাস্তার অপর পাশ দিয়ে বাবা-মায়ের মাঝে বসে বাইকে সওয়ার হয়েছিল ছোট্ট একটি মেয়ে। গাড়ি সিগনালে দাঁড়ায়। সেই স্বল্প সময়ের মধ্যেই অপরদিকে গাড়িতে থাকা ইধিকার দিকে চোখ যায় শিশুটির। সে ‘কিশোরী কিশোরী’ বলে চিৎকার করে ওঠে। খুদে অনুরাগীর কাণ্ডে না হেসে পারেননি ইধিকা, দেন উড়ন্ত চুমু। টলি অনলাইনের সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই মুহূর্ত…।
এই ভিডিওর নিচে কমেন্টের বন্যা বয়ে গেছে। একজন লিখেছেন, ‘এটাই তো প্রাপ্তি’। কারোর কথায়, ‘বাংলাজুড়ে খাদান জ্বর’, আবার কারো মন্তব্য, ‘পুরো বাংলা ক্ষেপে গেল কিশোরীতে।’
প্রসঙ্গত, খাদান-এ দেব ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত দত্ত রিনো। সংগীত পরিচালনার দায়িত্বে নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মসের প্রযোজনার মুক্তি পায় ছবিটি।