এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’-এর অন্যতম আলোচিত চরিত্র ‘জিল্লু’। বিশেষ করে ‘এই জিল্লু মাল দে’ সংলাপটা শাকিবিয়ানদের মুখে মুখে ফিরছে। এতে ‘জিল্লু’ চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন কলকাতার অভিনেতা শ্যাম ভট্টাচার্য। এবার তিনি আসছেন ঢাকায়।
শ্যাম ভট্টাচার্য জানিয়েছেন, আগামীকাল শুক্রবার সকালের একটি ফ্লাইটে ঢাকায় পা রাখবেন তিনি। ঢাকায় দুই-তিন দিন থাকার পরিকল্পনা রয়েছে তার।
তিনি বলেন, ‘ছবিটি রিলিজ হওয়ার পর এখনো দেখা হয়নি, কারণ কলকাতায় এখনো রিলিজ হয়নি। তবে বাংলাদেশ থেকে যে পরিমাণ সাড়া পাচ্ছি, তাতে আর অপেক্ষা করতে পারছি না। দর্শকদের সঙ্গে বসে ছবিটি দেখার জন্যই এবার ঢাকায় আসছি।’
প্রসঙ্গত, শাকিব খান অভিনীত ‘বরবাদ’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঈধিকা পাল। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বাংলাদেশসহ বিশ্বব্যাপী এখনও চলছে।