প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ওয়েব সিরিজে অভিনয় করলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ‘গুলমোহর’ নামের এই সিরিজটি মুক্তি পাচ্ছে আগামীকাল, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন শাশ্বত। জানান, আগে কখনও বাংলাদেশে না এলেও ছোটবেলায় বাংলাদেশের নাটক দেখেই গড়ে উঠেছিল এক ধরনের মানসিক যোগাযোগ।
শাশ্বত বলেন, ‘এর আগে বাংলাদেশের ওপর দিয়ে ফ্লাই করে গেছি, কিন্তু নামা হয়নি কখনও। ছোটবেলায় কলকাতা থেকে অ্যান্টেনার সঙ্গে বুস্টার লাগিয়ে বিটিভি দেখা যেত। সেসময় বাংলাদেশের নাটক খুব ভালো লাগত—খুব সুন্দর সুন্দর নাটক হতো।’
বাংলাদেশে প্রথমবার পা রাখার অভিজ্ঞতা নিয়ে মজার এক স্মৃতিও ভাগ করে নিয়েছেন এই অভিনেতা। তাঁর ভাষায়, ‘‘প্রথমবার যখন ঢাকায় নামলাম, অদ্ভুত এক্সপেরিয়েন্স। ইমিগ্রেশনে গিয়ে দাঁড়িয়েছি, কর্মকর্তা হঠাৎ বললেন, ‘ক্যামেরার দিকে তাকান।’ আমি তাকাতেই উনি ফিক্সড হয়ে হাসছেন। এরপর এয়ারপোর্টের সামনের দিকে, আর্মির একটা ছোট অফিসের মতো জায়গা। দুইজন ইউনিফর্ম পরা ভদ্রলোক এসে জিজ্ঞেস করলেন, ‘কোথায় যাচ্ছেন?’ আমি বললাম, শুটিং করতে। হঠাৎ বললেন, ‘দেশে তো ঢুকতে দেব না।’ আমি তো থ! বললাম, মানে? আমি এত দূর থেকে আসছি! উনি হাসতে হাসতে বললেন, ‘এখানে এক কাপ চা না খেয়ে ঢুকতে পারবেন না।’ এভাবেই আমার বাংলাদেশে এন্ট্রি।”
এই অভিজ্ঞতাকে ‘স্বপ্নের মতো’ সময় বলেই মনে হয়েছে শাশ্বতর কাছে। বর্তমানে বাংলা সিনেমার পাশাপাশি বলিউডেও সমানভাবে ব্যস্ত এই অভিনেতা। কিন্তু বাংলাদেশি সিরিজে কাজ করার প্রস্তাব পেয়ে দারুণ উচ্ছ্বসিত হয়েছিলেন তিনি। শাশ্বত জানান, নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর প্রস্তাব পাওয়ার পর কোনো দ্বিধা না করেই রাজি হয়ে যান গুলমোহর-এ কাজ করতে।