টলিউড নায়ক দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমায় যুক্ত হয়েছিলেন ঢাকাই অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গেল বছর থেকেই দুই শিল্পীর ভক্তরা সিনেমাটি নিয়ে বেশ আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু তা আর হচ্ছে না! কেননা, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অন্য অনেকের মতো ফারিণও ভিসাপ্রাপ্তির জটিলতায় পড়েছেন। ভিসা না পাওয়ায় ভারতে যেতে পারেননি তিনি।
ভারতীয় গণমাধ্যমে নতুন খবর হলো— সিনেমাটিতে থাকছেন না ফারিণ। তাঁর পরিবর্তে দেবের সঙ্গে জুটি বাঁধছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোর্তিময়ী কুণ্ডু। তবে এ বিষয়ে জানতে ফারিণের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তাঁর সাড়া পাওয়া যায়নি।
মডেলিং থেকে অভিনয়ে পা রেখেছেন জ্যোর্তিময়ী। এরইমধ্যে তিনি ছোট পর্দায় ‘বঁধুয়া’ ধারাবাহিকে দর্শকের নজর কেড়েছেন।
এদিকে, মঙ্গলবার (২৪ জুন) নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন দেব। সঙ্গে রয়েছেন পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরী। ক্যাপশনে লিখেছেন, ‘প্রজাপতি ২’।
জানা যায়, শিগগিরই শুটিং ফ্লোরে গড়াতে চলছে এই সিনেমা। আগামী জুলাইয়ে শুটিং শুরুর প্রস্তুতি চলছে।
‘প্রজাপতি’ ছবিতে দেব ভরসা রেখেছিলেন ছোট পর্দার নায়িকা শ্বেতা ভট্টাচার্যের ওপর। তাঁদের রসায়ন দর্শকের বেশ মনে ধরেছিল। সিনেমাটিও হয়েছিল ব্যবসা সফল।