ভারতের উত্তরাঞ্চলে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। আগামী পাঁচ দিন দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান ও উত্তর প্রদেশে প্রচণ্ড গরম অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ (আইএমডি)।
এরই মধ্যে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও পশ্চিম রাজস্থানের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অত্যধিক তাপমাত্রার কারণে স্বাস্থ্যঝুঁকি থাকে তখন এই রেড অ্যালার্ট জারি করা হয়। আর পূর্ব রাজস্থান, উত্তর প্রদেশ ও বিহারে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।
রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে ২২ মে পর্যন্ত এবং পশ্চিম উত্তর প্রদেশের কিছু অংশে ১৯ মে পর্যন্ত প্রচণ্ড তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, হিমাচল প্রদেশেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেখানে গতকাল স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এ কারণে বিশেষ সতর্কতা জারি।
শনিবার দিল্লিসহ অন্তত ২০ জায়গায় তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এর মধ্যে দিল্লির মুনগেসপুর এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এর মধ্যেও বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অফিস। তারা বলছে, দক্ষিণ ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ রোববার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত হতে পারে বৃষ্টি।