বাংলাদেশের ফুসফুস হিসেবে বিবেচিত সুন্দরবন রক্ষায় প্রচার চালিয়েছে কিশোর পরিবেশ অধিকারকর্মী ও ফটোগ্রাফার তাসফিয়া তাহসিন পূর্ণতা। গত বৃহস্পতি, শুক্র ও শনিবার বনের বিভিন্ন পয়েন্টে এ প্রচার চালায় সে। স্থানীয় জনগণ, জেলে, ট্যুর অপারেটর ও পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রচার চালানো হয়েছে বলে জানিয়েছে পূর্ণতা।
গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তাসফিয়া সুন্দরবনের হিরণপয়েন্ট, জামতলা, কটকা, করমজলে নিজ হাতে লেখা পোস্টার নিয়ে দাঁড়িয়ে অবস্থান করে। এসব পোস্টারে সুন্দরবন রক্ষা, বৃক্ষ নিধন ও প্রাণী শিকার বন্ধ করা, কার্বন গ্যাসের নিঃসরণ কমানো ও জলবায়ু পরিবর্তন রোধে ব্যবস্থা গ্রহণের নানা শ্লোগান ছিল।
তাসফিয়া তাহসিন পূর্ণতা একজন সৌখিন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ও চিত্রশিল্পী। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তাসফিয়া ১৪ বছর বয়স থেকে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি করছে। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে সচেতনতা বাড়ানোর বিষয়ে ক্যাম্পেইন করছে সে।
তাসফিয়া তাহসিন পূর্ণতা তার ক্যাম্পেইন সম্পর্কে সংবাদমাধ্যমকে বলছে, ‘পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি বণ্যপ্রাণীদের ছবি তুলি। ছবি তুলতে গিয়ে আমি উপলব্ধি করেছি, আমাদের বন, জলাভূমি, প্রাণীদের আবাসস্থল ক্রমেই কমে যাচ্ছে। এর সঙ্গে পরিবেশ দূষণ তো আছেই। এসব কারণে আগের মতো পাখি ও বণ্যপ্রাণী দেখা যাচ্ছে না। আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে।’
পূর্ণতার ভাষ্যমতে, ‘বর্তমানে যারা কিশোর-কিশোরী আছি এবং তাদের পরবর্তী প্রজন্ম জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী হবে। তাই নিজেদের প্রয়োজনেই কিশোর-কিশোরীসহ নতুন প্রজন্মকে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধে সোচ্চার হতে হবে।’