মাঘের শেষ পর্বে এসে হঠাৎ করে রাজধানীতে অনুভূত হচ্ছে শীতের প্রকোপ। আজ মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মোড়ানো ছিল ঢাকা। সেইসঙ্গে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। পাশাপাশি হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা।
ভোরে কুয়াশার কারণে আজ সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া আজ সন্ধ্যা থেকে পরবর্তি ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।