পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রোববার শুরু হতে যাচ্ছে রোজা। বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের শুরুতেই কিছু এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এতে আরও বলা হয়, এ ছাড়া এ সময় রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
রোববার সন্ধ্যা ৬টা থেকেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।