তীব্র গরমের পর রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হয়েছে বলেও জানা গেছে। এ সময় দমকা বাতাসও বয়ে যায়।
গত কয়েক দিনের প্রচণ্ড গরমের পর বুধবার দুপুরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসের বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবেই হচ্ছে বৃষ্টি।
আগামী শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ এ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বর্ধিত ৫ দিনের শেষভাগে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।