সেকশন

রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

‘জলবায়ু পরিবর্তন সবার লড়াই, এই লড়াইয়ে কেউ একা নয়’

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৫:১৬ পিএম

খুলনায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে খুলনার সিএসএস আভা সেন্টারে ‘জলবায়ু পরিবর্তন: একসাথে লড়াই, একসাথে পথ খোঁজা’ শীর্ষক একটি বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। জাগো ফাউন্ডেশন ট্রাস্টের ‘নবোদয়’ প্রকল্পের আওতায় আয়োজিত এই সভার মূল প্রতিপাদ্য ছিল, ‘জলবায়ু পরিবর্তন সবার লড়াই, এই লড়াইয়ে কেউ একা নয়।’

খুলনা বিভাগ উপকূলীয় বাংলাদেশের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা প্রকটভাবে অনুভব করছে। লবণাক্ততা, নদীভাঙন, পানির সংকট এবং পরিবেশগত বিপর্যয় এখানকার মানুষের জীবনে নিত্যদিনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়েই এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও স্থানীয় প্রতিনিধি, জলবায়ু গবেষক, এবং তরুণ সমাজের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নবোদয় প্রকল্পের লবণাক্ততা নিয়ে কাজ একটি প্রশংসনীয় উদ্যোগ। আমাদেরকে প্রান্তিক কৃষকের কাছে পৌঁছাতে হবে। নারীদেরকে অন্তর্ভুক্ত করে এমন কাজগুলো আরও বড় আকারে করতে হবে। দারিদ্র্য সমস্যার সমাধান এভাবেই সম্ভব। বাংলাদেশ অপ্রতিরোধ্য। তরুণদের দেশ বিনির্মানে অংশগ্রহণ দেখে আমি আরও আশাবাদী হচ্ছি।’

অনুষ্ঠানের প্যানেল আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, ‘জলবায়ু পরিবর্তন শুধু একটি বৈশ্বিক সমস্যা নয়, এটি আমাদের স্থানীয় জীবনধারার সঙ্গে জড়িত। তাই এই সমস্যার সমাধানে স্থানীয় পর্যায়ের অংশগ্রহণ নিশ্চিত করাই হবে টেকসই ভবিষ্যতের চাবিকাঠি।’

জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব সচেতনতায় নতুন দৃষ্টিভঙ্গি ও তরুণদের কাজ করার ওপর গুরুত্ব আরোপ করে জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রোগ্রাম হেড ইফতিখার-উল-করিম বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে স্থানীয় জনগণের কণ্ঠস্বরকে জোরদার করা এবং জলবায়ু নীতিতে তাদের অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করা। পাশাপাশি তরুণদের এখন কিছু করে দেখানোর সক্ষমতা আছে। তাদেরকে নিয়েই এগিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ‘নবোদয়’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম। উপস্থিত এক তরুণ প্রতিনিধি বলেন, ‘এই সভা আমাদের ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে। আমরা বিশ্বাস করি, সকলে মিলে এই লড়াই চালিয়ে গেলে সফলতা সম্ভব।’

শেষ পর্বে উপস্থিত বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। তারা বলেন, স্থানীয় সমস্যা ও সমাধানকে জাতীয় ও আন্তর্জাতিক ফোরামে তুলে ধরার মধ্য দিয়েই আমরা একটি স্থিতিশীল ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে পারবো।

জ্যৈষ্ঠের দুপুর। খাঁ খাঁ রোদ্দুর। গরমের তীব্রতায় পিচঢালা সড়ক গলে যাচ্ছে। খাগড়াছড়ির দীঘিনালা হয়ে রাঙামাটির লংগদু যেতে মেরুং ইউনিয়ন। মেরুংয়ে সড়ক ধরে কিছুদূর অগ্রসর হলে চংড়াছড়ি। হঠাৎ সড়কের পাশে একটি...
আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ ও প্রকৃতির গুরত্বপূর্ণ উপাদান বন্যপ্রাণীর অভয়ারণ্য হয়ে উঠেছে খাগড়াছড়ি। বিপন্ন মুখপোড়া হনুমান, চশমাপরা হনুমান, লজ্জাবতী বানর, সাম্বার হরিণ, লাল উড়ন্ত কাঠবিড়ালী,...
বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বর্তমান অন্তবর্তী সরকার পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। বায়ু দূষণ, নদী দখলরোধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দলখদারদের ছাড় দেওয়া হবে না...
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে সেটি। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। দেশের...
গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় চুরির অভিযোগ তুলে শাহরিয়ার রহমান হ্যাভেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। আজ রোববার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.