সেকশন

শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
Independent Television
 

চলতি মাসের শেষ দিকে সাগরে নিম্নচাপের শঙ্কা, হতে পারে ঘূর্ণিঝড় 

আপডেট : ১৪ মে ২০২৫, ১১:১৮ এএম

মে মাস তাপপ্রবাহ, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের মাস। এ সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও প্রাণহানির ঘটনাও বেশি হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, এপ্রিল থেকে জুন কর্কটক্রান্তি রেখার আশপাশে তাপ তীব্র থাকে। তাই বজ্রপাত ও ঘূর্ণিঝড়ের প্রবণতা বাড়ে। গেল পাঁচ বছরে পাঁচটি ঘূর্ণিঝড় হয়েছে এ মাসে। এবারও ২৩ মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

মে মাসে সূর্যের উত্তরায়ণ ঘটে। সূর্য মাথার ওপর থাকে মার্চ থেকে জুন পর্যন্ত। আফ্রিকা, সৌদি আরব-ভারতের মরু অঞ্চলের সমান্তরালে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। তাই এ রেখার আশপাশের এলাকায় সূর্যের তাপ প্রখর হয়।

এপ্রিল-মে মাসে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর ও মধ্য প্রদেশ থেকে বয়ে আসে শুষ্ক বাতাস। এর প্রবেশ মুখেই পড়ে চুয়াডাঙ্গা, ফরিদপুর-কুষ্টিয়াসহ দেশের উত্তর-মধ্যাঞ্চল। এই লু হাওয়ার সঙ্গে তাপমাত্রার ঊর্ধ্বগতি পরিস্থিতি করে তোলে ভয়াবহ। এ সময় পারদ উঠে যায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তবে এ বছর সারা দেশেই চরম ভাবাপন্ন হয়ে আছে আবহাওয়া।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ‘পশ্চিম দিক থেকে আসা লু হাওয়া, ভৌগোলিক অবস্থান, কর্কটক্রান্তি রেখার অবস্থান, সূর্যের রোদের প্রখর প্রাপ‌্যতা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান, জলীয় বাষ্পের আধিক্য এবং বায়ুর গতিবেগ যদি কম থাকে তাহলে এই অঞ্চলের যে চরমভাবাপন্ন তাপমাত্রা, সেটি অসহনীয় হয়ে ওঠে।’

মে মাসে হানা দেয় ঘূর্ণিঝড়। ২০১৯ থেকে ছয় বছরে ঘূর্ণিঝড় ফণী, আম্ফান, ইয়াস, মোখা ও রেমাল আঘাত হানে। এ বছরও মে মাসের শেষে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। 

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ‘নিম্নচাপ তৈরি না হওয়া পর্যন্ত সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা তা বলা উচিত হবে না বলে আমরা মনে করি। কারণ অনেক সময় নিম্নচাপ তৈরি হয়ে আবার তার ঘনীভূত হতে পারে। তবে আমরা আশঙ্কা করছি এ ধরনের পদ্ধতির সমূহের সম্ভাবনা রয়েছে। যদি ঘূর্ণিঝড় রূপ নেয়, তাহলে এটির নাম হবে শক্তি।’

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে ৩০০ মানুষ মারা যায়। তাই বজ্রঝড়ের শুরুতেই খোলা স্থান ত্যাগ করে নিরাপদ আশ্রয় নেওয়ার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের।

দেশের দক্ষিণপশ্চিম উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা...
সোমবার থেকে দেশের বেশিরভাগ এলাকায় ভারি বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস বলছে, এই বর্ষণ চলবে আগামী শনিবার পর্যন্ত। ফলে বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ কমে আসবে।...
সারা দেশে আজ থেকে গরম কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলছে, যেসব এলাকায় তাপপ্রবাহ ছিল, সেসব এলাকার তাপপ্রবাহও প্রশমিত হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে...
দেশজুড়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
রাতে ম্যাচ, তার আগে বিকেল বেলা ইউভেন্তুসের খেলোয়াড় ও কর্মকর্তাদের কয়েকজনকে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। আর ট্রাম্প...
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় ইতি টানতে গত সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনজন কূটনীতিকের বরাতে দিয়ে এ তথ্য...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.