সেকশন

রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

পাহাড়ের দ্যুতি ছড়ানো বিপন্ন বুনো ফুল ‘বান্দরহোলা’

আপডেট : ১৬ মে ২০২৫, ১২:১২ পিএম

গ্রীষ্মের পাহাড়। বছরের অন্য যেকোনো সময়ের তুলনায় কিছু উষ্ণতা বেশি। তীব্র দাহকালে প্রশান্তি এনে দেয় লাল, হলুদ ও গোলাপি ফুল। তবে গভীর অরণ্য বা বুনো পাহাড়ে কৃষ্ণচূড়া, লাল সোনাইল, সোনালু বা রাধাচূড়ার মতো ফুল কম দেখা যায়। প্রাকৃতিকাভাবে সৃষ্ট এসব বনে আমাদের চেনা ফুলের বাইরে রঙ ছড়ায় অচেনা অদেখা ফুল। নানা প্রতিকূলতায় পাহাড়ে এখনও ঠিকে রয়েছে বিপন্ন কিছু উদ্ভিদ, বছরের নিদিষ্ট সময়ে প্রস্ফুটিত হয় ফুল। এমন এক  উদ্ভিদের সন্ধান মিলেছে খাগড়াছড়ি দীঘিনালার মেরুং ইউনিয়নের এক দুর্গম পাহাড়ে। প্রাকৃতিক বনে থোকায় থোকায় দুলছে অজানা এক ফুল। স্থানীয়রা জানায় এই ফুলের নাম ‘বান্দরহোলা’।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক প্রকাশিত ‘পার্বত্য চট্টগ্রামের বিপন্ন প্রজাতির বৃক্ষ পরিচিতি’ গ্রন্থে বলা হয় ‘বান্দরহোলা’ পাহাড়ের সংকটাপন্ন উদ্ভিদ। এর বৃক্ষের ইংরেজি নাম ‘দুয়াবাঙ্গা’। এর বৈজ্ঞানিক নাম ‘দুয়াবাঙ্গা গ্র্যান্ডিফ্লোরা’।

‘পার্বত্য চট্টগ্রামের বিপন্ন প্রজাতির বৃক্ষ পরিচিতি’ গ্রন্থে বলা হয়, বান্দরহোলা চিরসবুজ বনের গাছ। এরা বড় আকৃতির দ্রুত বর্ধনশীল। গাছের উচ্চতায় অন্তত ৪০ মিটার পর্যন্ত হয়। লম্বা ডালপালার আগা নিম্নমুখীভাবে ঝুলে থাকে। পাতা আকারে বেশ বড়। পাতা দুই সারিতে সাজানো থাকে। গাছের কাণ্ড সরল ও সোজা। চিরসবুজ বনের অন্যতম দীর্ঘকায় বৃক্ষ এটি।

স্থানীয় বড় কাঙড়াখাইয়া গ্রামের বাসিন্দা রবি বঞ্জন চাকমা বলেন, ‘আমাদের গ্রামের মধ্যে কেবল বিহার এলাকায় অন্তত কয়েক ডজন বান্দরহোলা গাছ রয়েছে। আশপাশের গ্রামে নেই। এর ফুল অত্যন্ত সুন্দর। বসন্তের পর পর এখানে ফুল ফোটে। এরপর ফল ধরে। পাহাড়ে কাঁধে কিংবা উঁচু এলাকা এবং ঝিরির পাশে বান্দরহোলার গাছ রয়েছে। সাদা রঙের ফুল হয়।’

গ্রামের আরেক বাসিন্দা প্রিয় শংকর চাকমা বলেন, ‘এখানকার বন প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে।বছরের পর বছর বন সংরক্ষিত থাকে। স্থানীয়রা কেউ এখানে গাছ কাটে না। এখানে এখনো বান্দরহোলা ছাড়াও বেশ কিছু বিপন্ন উদ্ভিদ রয়েছ। গ্রীষ্মের আগেই ফুল ফোটে। বান্দরহোলা ফুল সুন্দর। গুচ্ছ আকারের থোকায় থোকায় সাদা ফুল ফুটে। ফল থেকে অনেকে বীজ সংগ্রহ করে। বান্দরহোলা কাঠ হলদে বাদামি বর্ণের, বেশ শক্ত, মজবুত ও টেকসই।’

বায়োভার্সিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির সংগঠক সবুজ চাকমা বলেন, ‘বান্দরহোলা আমাদের বিপন্ন বুনো ফুল। নির্বিচারে গাছ কাটার কারণে অনেক দেশীয় উদ্ভিদ হারিয়ে যাচ্ছে। এতে আমাদের জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব তৈরি করছে। বান্দরহোলা ফুল অত্যন্ত সুন্দর। গাছও বেশ বড় হয়। পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ বনের বিপন্ন উদ্ভিদ বান্দরহোলা। দেশীয় প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করতে না পারলে তা একটা সময় পরিবেশে বিপর্যয় তৈরি করবে।’

জানা যায়, আরণ্যক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন।

জ্যৈষ্ঠের দুপুর। খাঁ খাঁ রোদ্দুর। গরমের তীব্রতায় পিচঢালা সড়ক গলে যাচ্ছে। খাগড়াছড়ির দীঘিনালা হয়ে রাঙামাটির লংগদু যেতে মেরুং ইউনিয়ন। মেরুংয়ে সড়ক ধরে কিছুদূর অগ্রসর হলে চংড়াছড়ি। হঠাৎ সড়কের পাশে একটি...
আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ ও প্রকৃতির গুরত্বপূর্ণ উপাদান বন্যপ্রাণীর অভয়ারণ্য হয়ে উঠেছে খাগড়াছড়ি। বিপন্ন মুখপোড়া হনুমান, চশমাপরা হনুমান, লজ্জাবতী বানর, সাম্বার হরিণ, লাল উড়ন্ত কাঠবিড়ালী,...
নগরায়ণ, পাহাড় কেটে বসতি নির্মাণ, খাদ্য সংকট জনসংখ্যা চাপের মাঝেও খাগড়াছড়ি শহরেই অস্তিত্ব টিকিয়ে রেখেছে দুর্লভ একজোড়া মুখ পোড়া হনুমান। শহরের ছোট ছোট সবুজ বনগুলোতে তাদের দেখা যায়। খাগড়াছড়ি পৌরশহরের...
ভারী বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বল্প মেয়াদে বন্যার আশঙ্কা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দুই বিভাগে দশ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেনী,...
বগুড়ায় মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবা শাকিল আহমেদকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ইসলামসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
দু’জনেই ছিলেন রূপালি পর্দার কিংবদন্তি। এক জন কণ্ঠের জাদুকর, আর অন্য জন অপরূপা রূপসী। প্রেম, বিচ্ছেদ, বিয়ে আর মৃত্যু—সব মিলে কিশোর কুমার ও মধুবালার জীবনের গল্প যেন এক করুণ উপন্যাস। এক সময়ে প্রেমে...
সাম্প্রতিক সংঘাতের সময়ে ভারতীয় বিমানবাহিনীর রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবিকে ‘ভুল’ বলে অভিহিত করেছেন ডাসল্ট এভিয়েশনের প্রধান নির্বাহী (সিইও) এরিক ট্র্যাপিয়ার। আজ শনিবার এক...
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এসএআই আমির হোসেনসহ চারজনকে।  আজ রোববার সকালে তাদের কারাগার থেকে এই মামলায়...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.