দেশজুড়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। রোববার থেকে হালকা ও মাঝারি বৃষ্টিরর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সহসাই কমছে না ভ্যাপসা গরম।
মে মাসে কিছুটা আগাম বৃষ্টিপাত হলেও পরে কমে যায় মেঘের আনাগোনা। বাড়তে থাকতে তাপমাত্রার পারদ। মৌসুমি বায়ু কম সক্রিয় হওয়ায় ঝরছে না বৃষ্টি। এ কারণে কয়েক দিন ধরেই রাজধানীতে অস্বস্তিকর ভ্যাপসা গরম।
সবচেয়ে দুর্ভোগে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। রিকশাচালক কিংবা দিনমজুরকে তীব্র গরম উপেক্ষা করেই নামতে হচ্ছে জীবিকার খোঁজে।
৩ দিন ধরে রাজশাহীতে তাপমাত্রার পারদ ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গরম বাতাস ও প্রচণ্ড রোদে নাকাল নগরবাসী।
খুলনায়ও দু-দিন ধরে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাড়ছে গরমজনিত অসুস্থতা। একই অবস্থা রংপুর, চুয়াডাঙ্গা ও লালমনিরহাটে।
রোববার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তবে সহসাই ভ্যাপসা গরম কমার নেই সুখবর।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘এখন ভারি বৃষ্টি বলব না, কারণ আমরা আশা করছি একটা স্পেল শুরু হবে। তবে হ্যাঁ, এতে ভারি বৃষ্টিরও সম্ভাবনা আছে। আমরা এখনও এটা বলছি না, তবে যদি প্রয়োজন হয় আমরা পরে সতর্কতা জারি করব।’
আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি হলে কিছুটা সহনীয় হবে ঢাকা এবং দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া পরিস্থিতি। তবে উত্তরাঞ্চলে তীব্র গরম থাকবে আরও কয়েকদিন।