দেশজুড়ে নেমেছে স্বস্তির বৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টা সারাদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের দক্ষিণ উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঝুঁকির সতর্কতাও জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
আকাশে মেঘের আনাগোনা। থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। টানা ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানীবাসীর জন্য এই বৃষ্টি এনেছে স্বস্তি। রাস্তাঘাটে মানুষের মুখে ফুটে উঠেছে স্বস্তির ছোঁয়া।
রাজধানীর একজন বাসিন্দা বলেন, ‘গত কয়েকদিন গরম গেলো। যা আবহাওয়া ছিল, গরম। এর তুলনায় আমরা এখন স্বস্তি পাচ্ছি। এখনকার আবহাওয়াটা অনেক ভালো। বৃষ্টি হওয়ায় স্বস্তি পাচ্ছি।’
তবে সবচেয়ে বেশি খুশি শ্রমজীবী দিনমজুররা। কারণ বৃষ্টির পর ঠান্ডা আবহাওয়ায় কাজ করতে সুবিধা হচ্ছে, বলছেন তারা।
একজন সিএনজি অটোরিকশা চালক বলেন, ‘কিছুদিন আগে যে গরম গেলো সে তুলনায় আজকের দিনটা অনেক ভালো গেছে। এই কয়দিন গাড়ি চালাতে খুব কষ্ট হয়েছে। যাত্রীও বেড়েছে।’
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে, ৭৬ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টি হয়েছে ৭ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সারাদেশেই ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘আগামী কয়েকদিন সারাদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর বঙ্গোপসাগরে সঞ্চারণ মেঘমালা তৈরি হচ্ছে। এতে বাতাসের বেগ বেশি। এ কারণে সমুদ্রবন্দরগুলোকে আমরা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। এটা আজ সকালে শুরু হয়ে বলবৎ থাকবে।’
লঘুচাপের প্রভাবে দক্ষিণ উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। তবে সার্বিকভাবে এই বৃষ্টি গরমে অতিষ্ঠ মানুষের জন্য স্বস্তি এনেছে।