সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস, পার্বত্য এলাকায় ভূমিধসের শঙ্কা 

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৭:৩১ পিএম

দেশজুড়ে নেমেছে স্বস্তির বৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টা সারাদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের দক্ষিণ উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঝুঁকির সতর্কতাও জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আকাশে মেঘের আনাগোনা। থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। টানা ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানীবাসীর জন্য এই বৃষ্টি এনেছে স্বস্তি। রাস্তাঘাটে মানুষের মুখে ফুটে উঠেছে স্বস্তির ছোঁয়া।

রাজধানীর একজন বাসিন্দা বলেন, ‘গত কয়েকদিন গরম গেলো। যা আবহাওয়া ছিল, গরম। এর তুলনায় আমরা এখন স্বস্তি পাচ্ছি। এখনকার আবহাওয়াটা অনেক ভালো। বৃষ্টি হওয়ায় স্বস্তি পাচ্ছি।’

তবে সবচেয়ে বেশি খুশি শ্রমজীবী দিনমজুররা। কারণ বৃষ্টির পর ঠান্ডা আবহাওয়ায় কাজ করতে সুবিধা হচ্ছে, বলছেন তারা।

একজন সিএনজি অটোরিকশা চালক বলেন, ‘কিছুদিন আগে যে গরম গেলো সে তুলনায় আজকের দিনটা অনেক ভালো গেছে। এই কয়দিন গাড়ি চালাতে খুব কষ্ট হয়েছে। যাত্রীও বেড়েছে।’

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে, ৭৬ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টি হয়েছে ৭ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সারাদেশেই ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। 

আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘আগামী কয়েকদিন সারাদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর বঙ্গোপসাগরে সঞ্চারণ মেঘমালা তৈরি হচ্ছে। এতে বাতাসের বেগ বেশি। এ কারণে সমুদ্রবন্দরগুলোকে আমরা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। এটা আজ সকালে শুরু হয়ে বলবৎ থাকবে।’

লঘুচাপের প্রভাবে দক্ষিণ উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। তবে সার্বিকভাবে এই বৃষ্টি গরমে অতিষ্ঠ মানুষের জন্য স্বস্তি এনেছে।

দুই দিন কিছুটা কম থাকলেও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় শনিবার থেকে সারা দেশে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২০ জুলাইয়ের পর বঙ্গোপসাগরে দেখা দিতে পারে নিম্নচাপ। তবে বন্যা পূর্বাভাস...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও বা ভারী বৃষ্টি। অনেক এলাকাতেই জমেছে পানি। বেড়েছে ভোগান্তি। তবে কমেছে তাপমাত্রা। এমন বৃষ্টি আরও কয়েকদিন হতে পারে। বাড়তে পারে...
আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি...
বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ু, সঙ্গে আছে লঘুচাপের প্রভাব। এতে সারা দেশে আকাশ থাকছে মেঘাচ্ছন্ন, থেমে থেমে হচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ৯ জুলাই পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। ঝোড়ো বাতাস ও...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্যসহ চার আসামিকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে...
ক্লাব বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা হচ্ছিল ম্যাচটিকে। ম্যাচের আগে আবহাওয়াও অপেক্ষায় রাখিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ম্যাচ শুরুর পর আসল ঝড় বয়ে গেল রেয়াল মাদ্রিদের ওপর। পিএসজির আক্রমণের...
এখন বাজারে গেলে কাঁকরোল দেখতে পাবেন। কাঁকরোল দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের তরকারি। তরকারি ছাড়াও কাঁকরোল দিয়ে ভর্তাও করা যায়। এই ভর্তা বানানো খুবই সহজ এবং গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে।
ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.