দেশের দক্ষিণপশ্চিম উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে সাগর প্রবল অবস্থায় রয়েছে। উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোয় ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, আজও সারা দেশেই বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ঢাকা, রাজশাহীসহ ১৭ জেলার দক্ষিণ-পূর্ব দিক দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় খুলনায় ১১১ মিলিমিটার। এ সময় ঢাকায় বৃষ্টি হয় ৩৬ মিলিমিটার।