সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

পাহাড়ে দেখা মিলল গোলাপি রঙের হস্তীশাবকের, ‘দেশে প্রথম’ বলছেন গবেষকেরা

আপডেট : ২৮ জুন ২০২৫, ১১:৫৩ এএম

রাঙামাটিতে দেখা মিলেছে কিছুটা গোলাপি রঙের হস্তীশাবক। ছবি: সমির মল্লিকরাঙামাটিতে দেখা মিলেছে কিছুটা গোলাপি রঙের হস্তীশাবকের। বাংলাদেশে এই ঘটনা এবার প্রথম বলে মত দিয়েছেন প্রাণী গবেষকেরা। গত ১৩ জুন রাঙামাটির বরকল উপজেলায় কাপ্তাই লেকে একটি হাতির দল সাঁতরে ওঠার ভিডিও ধারণ করেন স্থানীয় বাসিন্দা ও ইআরটি সদস্য (এলিফ্যান্ড রেসপন্স টিম) মো. জাহাঙ্গীর। হাতির দল সাঁতরে ওঠার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে।

সরেজমিনে ওই এলাকা ঘুরে দেখা মিলে হাতির পালের। দূর থেকে দেখা যায়, হাতির দলে আছে আট সদস্য। এর মধ্যে পাহাড়ের চূড়ায় তিনটি হাতি ঘুমন্ত অবস্থায়, অদূরে বটগাছায় শাবকসহ আরও পাঁচটি বিশ্রাম নিচ্ছে। প্রায় এক ঘণ্টার বিশ্রাম শেষে হাতির দল আবারও একসাথে বিচরণ করতে বের হয়। এ সময় ধারণ করা হয় পুরো দলের ছবি।

এতে দেখা যায়, সবচেয়ে ছোট সদস্য গোলাপি হাতি শাবক। বয়স আনুমানিক দেড় থেকে দুই মাস। মা হাতির সাথে সাথেই সে হাঁটছে। মা হাতি দাঁড়ালে শাবকটি হাতির পেটের নীচে আশ্রয় নেয়। মা হাতিটি ছায়ার মতো করে গোলাপি হাতি শাবক আগলে রাখছে। সাঁতরে লেক পার হচ্ছে এবং পাহাড়ে ওঠানামা করছে। সাঁতরে লেক পার হওয়ার সময় শাবকটির শরীর ভিজে আরও গোলাপি হয়ে ওঠে।

দীর্ঘদিন ধরে রাঙামাটির বরকল ও লংগদুতে হাতি ও মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসনে কাজ করছে ইআরটি বা এলিফ্যান্ড রেসপন্স টিম। বর্তমানে তিনটি টিমে মোট সদস্য সংখ্যা ৪৬ জন। ইআরটি সদস্য মো. জাহাঙ্গীরই প্রথম এই গোলাপি রঙের হাতিটি দেখতে পান। তিনি সেটি তাঁর মুঠোফোনে ধারণ করেন।

কাপ্তাই লেকে একটি হাতির দলকে সাঁতরে উঠতে দেখা যায়। ছবি: ভিডিও থেকে নেওয়াএ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, ‘আমরা প্রায় সময় এখানে হাতি দেখি। ১৩ জুন দেখতে পাই ৮টি হাতির দল এক সাথে সাঁতরে লেক পার হচ্ছে। ভিডিও স্বাভাবিকভাবে ধারণ করি। পুরো টিমের হাতির ভিডিও ধারণ করার পর সেটি কাছালংমুখ বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ি স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম স্যারকে পাঠাই। মূলত নতুন হাতির শাবক জন্ম নিয়েছে সেটি ধারণ করতেই ভিডিও করি। কিন্তু পরে গোলাপি রঙের হাতির বিশেষত্ব বুঝতে পারি। এই বাচ্চাটি অন্য বাচ্চা থেকে আলাদা তা জানতে পারি।’

কাছালংমুখ বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ি স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, ‘বরকলের এসব এলাকায় হাতি সুরক্ষায় ইআরটি টিম গঠনের সুফল আমরা পাচ্ছি। কয়েক বছর পর নতুন শাবক জন্ম নিচ্ছে। গোলাপি শাবকটি বয়স দুই মাস হবে। ওইটার কাছাকাছি বয়সে আরও একটি শাবক রয়েছে। একটি কিশোর হাতি আছে এবং পাঁচটি বয়স্ক হাতিসহ শুধু এই টিমের সদস্য সংখ্যা ৮। এর বাইরে লংগদুতে হাতি রয়েছে।’

বন্যপ্রাণী গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান বলেন, ‘সম্প্রতি রাঙামাটি এলাকায় একটি হাতির বাচ্চা দেখা যায়। হয়ত এই বছরেই জন্ম নিয়েছে। হাতির বাচ্চাটির রঙ স্বাভাবিক নয়, কিছুটা গোলাপি রঙের। চামড়ায় যে রঞ্জক পদার্থ থাকা দরকার যদি সেটি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে অনেক সময় ফ্যাকাশে বা গোলাপি রঙের হয়। এই বাচ্চাটিও সেরকম। আমার জানা মতে, বাংলাদেশে এই রঙের হাতি দেখা যায়নি। তবে আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার এবং থাইল্যান্ডে কিছু পোষা হাতি আছে, যেগুলো এই ধরনের। বন্য অবস্থায়, এমনকি পোষা কোনো অবস্থাতে বাংলাদেশে এই রঙের হাতি দেখা যায়নি।’

বনে ঘুরে বেড়াচ্ছে হস্তীশাবক। ছবি: সমির মল্লিকঅধ্যাপক মনিরুল এইচ খান বলেন, ‘হাতি একটি বিশ্বব্যাপী বিপন্ন প্রাণী। আমরা সৌভাগ্যবান বিপন্ন প্রাণীটি বাংলাদেশেও আছে। তবে খুব ভালো অবস্থায় নেই। হাতি যে জায়গায় রয়েছে, সেখানে মানুষের সাথে তার দ্বন্দ্ব বিদ্যমান। যেহেতু হাতি অনেক বড় প্রাণী। তার খাবারের প্রয়োজন পরে। সে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। অনেক ক্ষেত্রে মানুষের বসতবাড়ি, ফসলের খেত, বাগান ক্ষতিগ্রস্ত করে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি শেরপুর বা অন্য অঞ্চলের সাথে রাঙামাটির তুলনা করি, এখানে জনবসতি অনেকটা কম। পাহাড়ে পর্যাপ্ত খাবার আছে। কাপ্তাই লেক যেহেতু সব জায়গায় ঢুকে গেছে পানিও পাওয়া যায়। হাতির জন্য আদর্শ জায়গা রাঙামাটি। তবে আবাসস্থলে তুলনায় এখানে হাতির সংখ্যা কম। আমরা যদি স্থানীয়দের সম্পৃক্ত করতে পারি, মানুষ  ও হাতির দ্বন্দ্ব কমিয়ে আনতে পারি, তাহলে এখানে দীর্ঘ মেয়াদে হাতি টিকিয়ে রাখা যাবে।’

এই বন্যপ্রাণী গবেষক আরও বলেন, ‘হাতি ঘুরে বেড়ায়, সে ছোট একটা জায়গায় সীমাবদ্ধ থাকে না। তার বিচরণ ক্ষেত্রগুলোতে যদি বন জঙ্গল জন্মানোর সুযোগ দিই, স্থানীয় উদ্ভিদ প্রজাতি যদি রোপণ করা হয়, সেক্ষেত্রে হাতি সহজেই খাবার পাবে।’

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন রাঙামাটির বরকল ও লংগদু এলাকায় দিন দিন বাড়ছে হাতির সংখ্যা। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সদ্য সাবেক বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘নতুন গোলাপি রঙের শাবকসহ এই অঞ্চলের হাতির সংখ্যা এখন প্রায় ১৪টি। এটি খুবই ইতিবাচক একটা দিক। দেশের অন্যান্য অঞ্চলে মানুষের দ্বারা হাতি আক্রান্ত হলেও এসব এলাকায় তেমনটি ঘটে না। হাতি মানুষের ক্ষতি করলে বন বিভাগ ক্ষতিপূরণ দিচ্ছে। ফলে মানুষ হাতিকে আক্রমণ করছে না।’

পাহাড়ের ঢালু অংশজুড়ে সারি সারি রাম্বুটান গাছ। প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে রঙিন ফল। বাগানজুড়ে হলুদ এবং লাল রঙের ফলে ভরা। অপরিপক্ব ফল এখনও সবুজ। এই দৃশ্য দেখা যায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদরের...
সারা দেশে আজ শুক্রবার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রাও বাড়তে পারে।...
জ্যৈষ্ঠের দুপুর। খাঁ খাঁ রোদ্দুর। গরমের তীব্রতায় পিচঢালা সড়ক গলে যাচ্ছে। খাগড়াছড়ির দীঘিনালা হয়ে রাঙামাটির লংগদু যেতে মেরুং ইউনিয়ন। মেরুংয়ে সড়ক ধরে কিছুদূর অগ্রসর হলে চংড়াছড়ি। হঠাৎ সড়কের পাশে একটি...
পাচার হওয়া বন্যপ্রাণী শনাক্তে প্রথমবার ব্যবহার হচ্ছে প্রযুক্তি। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) নামের এ পদ্ধতিতে প্রাণীদের শরীরে লাগানো হয়। যেখানে থাকে বিশেষ শনাক্ত নম্বর। এতে...
লোহিত সাগরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলায় একটি কার্গো জাহাজ ডুবে অন্তত ৪ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার জাহাজটি ডুবে যায়। বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
রংপুরের পীরগাছায় একটি যাত্রীবাহী বিয়ের বাস পুকুরে পড়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভতি করা হয়েছে।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.