প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ০৫:৫১ পিএমআপডেট : ১৯ আগস্ট ২০২২, ১০:২৮ এএম
ফাইল ছবি
উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এতে কমতে পারে গরমের তীব্রতা।
দেশের সমুদ্রবন্দরসমূহে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। আর নদী বন্দরসমূহে জারি রয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।
বৃহস্পতিবার আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। ভারতের রাজস্থান ও এর কাছাকাছি এলাকায় এখন আছে সুস্পষ্ট লঘুচাপটি। মৌসুমি বায়ুর অক্ষ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল এবং এটি ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গোপালগঞ্জ, মানিকগঞ্জ জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় কমে যেতে পারে। এছাড়াও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। ঢাকাসহ রাজশাহী, চট্টগ্রামের কোথাও কোথাও হতে পারে মাঝারি বৃষ্টি।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুধু দক্ষিণের উপকূলীয় অঞ্চল নয়, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সপ্তাহজুড়ে বৃষ্টির কিছু রেশ থাকতে পারে। এতে তীব্র গরম কমতে পারে। রাজধানীতেও বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় রংপুরের ডিমলায় ৩৫ মিলিমিটার।
মাঘের শেষ পর্বে এসে হঠাৎ করে রাজধানীতে অনুভূত হচ্ছে শীতের প্রকোপ। আজ মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মোড়ানো ছিল ঢাকা। সেইসঙ্গে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। পাশাপাশি হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা।
আজ শুক্রবার নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া...
গাছ কাটতে অনুমতি লাগবে বলে এক ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। তবে, গ্রাম পর্যায়ে ব্যক্তি মালিকানার গাছ কাটতে অনুমতি লাগবে না বলে জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী।
এবারের অমর একুশে বইমেলা হবে পলিথিন বা পলি-প্রোপাইলিন মুক্ত। মেলার পরিবেশ নষ্ট হয় এমন কোনো ব্যাগে স্টলের বই বিক্রি করা যাবে না। সেই সাথে একবার ব্যবহারযোগ্য বোতলজাত পণ্য মেলায় নিষিদ্ধ থাকছে বলে...
অন্তর্বর্তী সরকার আইনি দলিল দিয়ে সমর্থিত ও বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা গঠিত বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ...
সিএনজিচালিত অটোরিকশা চালকেরা মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে মামলা করার অনুরোধ করে এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। গত ১০...
বঙ্গোপসাগরে লঘুচাপ, গরম কমার আভাস
দেশের সমুদ্রবন্দরসমূহে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। আর নদী বন্দরসমূহে জারি রয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।
বৃহস্পতিবার আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। ভারতের রাজস্থান ও এর কাছাকাছি এলাকায় এখন আছে সুস্পষ্ট লঘুচাপটি। মৌসুমি বায়ুর অক্ষ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল এবং এটি ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গোপালগঞ্জ, মানিকগঞ্জ জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় কমে যেতে পারে। এছাড়াও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। ঢাকাসহ রাজশাহী, চট্টগ্রামের কোথাও কোথাও হতে পারে মাঝারি বৃষ্টি।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুধু দক্ষিণের উপকূলীয় অঞ্চল নয়, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সপ্তাহজুড়ে বৃষ্টির কিছু রেশ থাকতে পারে। এতে তীব্র গরম কমতে পারে। রাজধানীতেও বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় রংপুরের ডিমলায় ৩৫ মিলিমিটার।
/ই.হ/