সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Independent Television
 

কিডনি রোগী বাড়ছেই, প্রতিকারের উপায় কী?

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৫:৩১ পিএম

কিডনি রোগীর সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে ১০ বছর আগে কিডনি রোগী ছিল ১৮ ভাগ, ২০২৩ সালে বেড়ে হয়েছে প্রায় ২৪ ভাগ। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাওয়া এর প্রধান কারণ। ২০১১ সালে ডায়াবেটিসের রোগী ছিল ৮০ লাখ, যা ২০১৮ সালে বেড়ে দাড়িয়েছে ১ কোটি ১০ লাখে। তেমনি ২০১১ সালে উচ্চ রক্তচাপের রোগী ছিল ১ কোটি ৮০ লাখ, বর্তমানে বেড়ে হয়েছে ২ কোটির বেশি। এসব রোগের কোনো উপসর্গ না থাকাই প্রধান সমস্যা। ফলে রোগীরা চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করেন না।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ব কিডনি দিবস উপলক্ষে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

এ সময় বক্তারা বলেন, গবেষণায় দেখা গেছে, মাত্র ৪০ ভাগ মানুষ জানেন না তার ডায়াবেটিস আছে আর ৬০ ভাগ মানুষ জানেন না তারা উচ্চ রক্তচাপে ভুগছেন। ৯০ ভাগ মানুষ জানেই না তাদের প্রস্রাব দিয়ে আমিষ নির্গত হয়। এর ফলে নিজের অজান্তেই তারা দীর্ঘস্থায়ী কিডনি রোগে (ক্রনিক কিডনি ডিজিজ) আক্রান্ত হচ্ছেন। তখন পরীক্ষা নিরীক্ষায় দেখা যায়, দুটো কিডনিই ৭০-৮০ ভাগ বিকল হয়ে পড়েছে। এই পর্যায়ে চিকিৎসা করে কিডনি বিকল রোগের অগ্রগতি কমানো সম্ভব হয় না। ফলে ৫-৬ বছরের মধ্যে ওই রোগীদের দুটো কিডনিই ৯০ ভাগের বেশি বিকল হয়ে যায়। মূলত উপসর্গ না থাকায় তারা বিশ্বাসই করেন না যে, তাদের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। তাই কিডনি রোগ থেকে বাঁচতে হলে প্রতিকার ও প্রতিরোধই একমাত্র উপায়।

কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. সৈয়দ জাকির হোসেন এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডিপার্টমেন্ট অব এপিডেমিওলজি অ্যান্ড রিসার্চের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিচার্স ইনস্টিটিউটের মেজর জেনারেল (অব.) অধ্যাপক জিয়াউদ্দিন আহম্মেদ, মহাসচিব অধ্যাপক ডা. রুহুল আমিন রুবেল, ব্যবস্থাপনা পরিচালক টিনী ফেরদৌস রশিদ প্রমুখ। 

জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, ‘বর্তমানে দেশে ১ কোটির উপরে ডায়াবেটিস রোগ রয়েছে এবং এদের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। আমাদের সম্মিলিন প্রচেষ্টার মাধ্যমে একে রোধ করা দরকার।’ 

অধ্যাপক ডা. সৈয়দ জাকির হোসেন বলেন, ‘বর্তমান সরকার নন কমিউনিকেবল ডিজিজের ওপর গুরুত্ব দিচ্ছে এবং কিছু কিছু কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হচ্ছে। এ ছাড়া প্রতিটি জেলায় ১০ বেডের ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনা করা রয়েছে।’ 

অধ্যাপক হারুন আর রশিদ বলেন, ‘কিডনি রোগের প্রধান তিনটি কারণের মধ্যে প্রথম ডায়াবেটিস, দ্বিতীয়ত উচ্চ রক্তচাপ এবং তৃতীয় কারণ নেফ্রাইটিস। দেশে নেফ্রাইটিস দিন দিন কমলেও অসংক্রামক রোগ ডায়াবেটিস ও উচ্চরক্তচাপের রোগী বাড়ছে আশংকাজনক হারে।’

কিডনি রোগের সঙ্গে অস্বাস্থ্যকর জীবনধারা জড়িত। যেমন: অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, স্থূলতা, নেফ্রাইটিস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, ব্যথানাশক ঔষধের অতিরিক্ত ব্যবহার, জন্মগত ও বংশগত কিডনি...
বাংলাদেশের মাত্র ৮ শতাংশ নারী প্রাণঘাতী রোগে পেশাদার প্যালিয়েটিভ কেয়ার পান, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই হার ২২ শতাংশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেস স্টাডিতে ৪৫ বছর বয়সী জরায়ু ক্যানসার রোগী আয়েশা...
স্থূলতা হচ্ছে স্বাস্থ্যের জন্য এমন একটি ঝুঁকিপূর্ণ অবস্থা, যা অতিরিক্ত ওজন বা অত্যধিক চর্বি জমে তৈরি হয়। স্থূলতা একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা হিসেবে ক্রমশ বেড়ে চলেছে, আর বাংলাদেশও এই সংকট থেকে...
কান আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা কানের ব্যাপারে উদাসীন। শরীরের অন্যান্য অঙ্গের মতো কানের বিষয়ে আমাদের অনেক বেশি সচেতন থাকা প্রয়োজন। তা না হলে কান যে কোনো...
ওই মহাকাশযানে চারজন মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে পাড়ি দিয়েছেন। এদের মধ্যে নাসা ছাড়াও জাপান ও রাশিয়ার প্রতিনিধি রয়েছেন। তাঁরা হলেন, নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স,...
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আজ শনিবার গোলটেবিল বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিন দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। 
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোররাত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.