সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

ফ্যাটি লিভারের ক্ষেত্রে যা যা করণীয়

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৪:৫৩ পিএম

খাবার হজমের পর, সেই খাবারকে শরীরের কোষের জন্য প্রস্তুত করা, খাবারের বাড়তি অংশ শরীরের প্রয়োজনে ব্যবহারের জন্য জমা রাখতে লিভারের ভূমিকা অনেক বেশি। লিভারে চর্বি জমার ফলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। লিভারে চর্বি জমা হলে সেটিকে ফ্যাটি লিভার বলে। লিভারে অল্প পরিমাণ চর্বি জমা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত চর্বি জমলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

বিভিন্ন কারণে লিভারে চর্বি জমতে পারে। যেমন- ওজন কমে যাওয়া, গর্ভাবস্থা, মদ্যপান, হেপাটাইটিস সি ভাইরাসের ইনফেকশন, লিভারের জিনগত কিছু অসুখ, অপুষ্টি। বিপাকীয় গোলযোগের কারণে লিভারে যে চর্বি জমে, তার প্রধান কারণ ইনসুলিন নামের একটা হরমোনের কাজ করার অক্ষমতা। এর পেছনে রয়েছে অতিরিক্ত ওজন বা স্থূলতা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. প্রদীপ্ত চৌধুরী বলেন, ‘মানুষের জীবনাচরণ স্থূলতাকে বাড়িয়ে দেয়। যেমন: অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাবার খাওয়া, দীর্ঘক্ষণ বসে থাকা, যথেষ্ট কায়িক পরিশ্রম না করা। এসব কারণে লিভারে অতিরিক্ত চর্বি জমে। এছাড়া ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও রক্তে কোলেস্টেরলের সমস্যায় ভুগতে থাকা ব্যক্তিরা এই রোগের উচ্চঝুঁকিতে থাকেন।’

চিকিৎসক ডা. প্রদীপ্ত চৌধুরীর মতে, ফ্যাটি লিভারের তেমন কোনো লক্ষণ নেই। কিছুকিছু ক্ষেত্রে- অবসাদ ও দুর্বলতা, বদহজম। রোগটি অনেকদূর অগ্রসর হয়ে গেলে- পেটের ডানপাশে ব্যথা, পেটে চাকার অনুভব, জন্ডিস, রক্তবমি, কালো পায়খানাও হতে পারে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে করণীয় হলো:

১. চিনিযুক্ত খাবার, ডেজার্ট, জুস বা পানীয় এড়িয়ে চলা।

২. রান্নায় ব্যবহৃত লবণ ছাড়া বাড়তি লবণ না খাওয়া।

৩. ময়দার তৈরি পাউরুটি ও পরোটা, সাদা ভাত, নান ও বেকারির খাবার কমিয়ে দেওয়া।

৪. অ্যালকোহল, রেড মিট এড়িয়ে চলা।

৫. সবুজ পাতাওয়ালা শাক খাওয়া।

৬. কাঁচা সবজির সালাদ খাওয়া।

৭. ডাল ও বীজজাতীয় খাবার, সামুদ্রিক মাছ খাওয়া।

৮. খাদ্যতালিকায় ওটমিল বা লাল আটার বা যবের রুটি ও ফাইবার সমৃদ্ধ খাবার রাখা।

চিকিৎসক ডা. প্রদীপ্ত চৌধুরী মনে করেন, শরীরে জমে থাকা মেদ ঝরিয়ে ফেলা হলো এই রোগ প্রতিকারের সর্বজনস্বীকৃত বিজ্ঞানসম্মত উপায়। শরীরের ওজনের ৫ শতাংশ-১০ শতাংশ কমিয়ে ফেললে, এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ফ্যাটি লিভারের ক্ষেত্রে জীবনাচরণ পরিবর্তন আনা জরুরি। যেমন:

১. সপ্তাহে ১৫০ মিনিট হাঁটা, যাতে শরীর থেকে ঘাম দেয়।

২. অফিসে একটানা বসে কাজ না করা।

৩. একটানা ৩০ থেকে ৬০ মিনিট কাজ করার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করা।

৪. বেশি রাত পর্যন্ত জেগে না থাকা এবং রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করা।

৫. অফিস থেকে বাসায় ফেরার পথে কিছুক্ষণ হাঁটা।

৬. সম্ভব হলে লিফট ব্যবহার না করে, সিঁড়ি ব্যবহার করা।

অতিরিক্ত গরমে ডায়াবেটিস রোগীদের জন্য সব থেকে বড় ঝুঁকি হলো- এ সময় শরীরে ব্লাড সুগার অস্বাভাবিক পরিমাণে বাড়ে বা কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া (রক্তের গ্লুকোজের মাত্র হঠাৎ কমে যাওয়া) বা...
মাল্টিপল মায়েলোমা এমন এক ধরনের রক্তের ক্যানসার, যা প্লাজমা সেল নামের বিশেষ ধরনের শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক কোষ বিভাজন থেকে হয়। এই রোগে অস্বাভাবিক প্লাজমা সেলগুলি অস্থিমজ্জাতে অতিরিক্ত পরিমাণে...
বছরের অন্যান্য সময়ের তুলনায় গ্রীষ্মকালে গরমের তাপমাত্রা বেশি থাকে। মাঝে মাঝে তাপপ্রবাহ অনেক বেশি মাত্রায় বাড়তে থাকে। এতে জনজীবন অস্থির হয়ে পড়ে। গরমের এ সময়টাতে সুস্থ থাকতে হাইড্রেট থাকাটা অত্যন্ত...
ম্যালেরিয়া হচ্ছে মশাবাহিত রোগ। মূলত স্ত্রী জাতীয় অ্যানোফিলিস নামক এক ধরনের মশার কামড়ের মাধ্যমে এ রোগ হয়ে থাকে। এ ক্ষেত্রে সংক্রমিত মশা যখন কোনো ব্যক্তিকে কামড়ায়, তখন ওই ব্যক্তির রক্তে ম্যালেরিয়ার...
কংগ্রেসের শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি হয়েছিল। ওই চুক্তিকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে নিশিকান্ত দুবে বলেন, ‘পাকিস্তান পানি সরবরাহ বন্ধ করতে ভারতকে প্ররোচিত করেছিল...
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা মেডিসিন ওয়ার্ডে এক রোগী ও তাঁর স্বজনদের মারধরের অভিযোগ অস্বীকার করেছে আনসার। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো....
বাড়িতে যদি সহজ উপায়ে রেস্টুরেন্টের স্বাদ পেতে চান, তাহলে বানিয়ে নিতে পারেন সুস্বাদু চিকেন কারি। এটি মূলত দক্ষিণ এশীয় কুজিনের খাবার। যার মূল উৎস ভারতীয় উপমহাদেশই। অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান...
জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.