প্রকাশ : ২৫ আগস্ট ২০২২, ০৫:৫৩ পিএমআপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৯:৫৫ পিএম
ফাইল ছবি
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়ে ২৫৮ হয়েছে, বেড়েছে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও। নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৩৮ শতাংশ।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা ২০ লাখ ১০ হাজার ৭৪৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২১ জন। এ নিয়ে করোনা থেকে সুস্থ হলেন মোট ১৯ লাখ ৫৪ হাজার ৮০৬ জন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৯৪টি। এতে ২৫৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩২০ জন। এছাড়া নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আজ দাঁড়িয়েছে ৪ দশমিক ৩৮ শতাংশ। আগের দিন এ হার ছিল ৩ দশমিক ৮৯ শতাংশ।
সংক্রমণ কমার ধারায় গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। তবে গত ২২ মের পর থেকে প্রায় ৩ মাস ধরে শনাক্ত রোগীর সংখ্যা আবারো বাড়তে থাকে।
এর ফলে সারা দেশে দোকান, শপিংমল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল রেস্টুরেন্টে সবাইকে আবারো বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ ৬ নির্দেশনা দেয় সরকার।
দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ নতুন রোগী শনাক্ত হয়।
গত বছরের ডিসেম্বরের শেষে বিশ্বে ছড়াতে শুরু করে করোনার অতি সংক্রামক নতুন ধরন ওমিক্রন। তখন দেশে রোগী শনাক্তের হার বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুও বাড়তে থাকে। এ বছর ফেব্রুয়ারি থেকে আবার নামতে শুরু করে করোনা রোগীর সংখ্যা। গত জুন মাস থেকে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। পরে ধীরে ধীরে তা কমে এসেছে।
শীতকালের বাতাস শুষ্ক থাকে। গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ঘাম বেশি বের হয়ে যায়। তাই এই সময় বিশুদ্ধ পানি কিংবা তরলজাতীয় পানি বেশি গ্রহণ করা প্রয়োজন। শরীরে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন তখনই...
বাড়ছে তাপমাত্রা। প্রতিদিনই গরমে তাপদাহ বেড়েই চলেছে। পাশাপাশি এই সময়ে বার বার গলা শুকিয়ে যায়, বেড়ে যায় পিপাসা। তাছাড়া গরমের সময় শরীর ঘামতে থাকে। তাই শরীরে পানির ঘাটতি তৈরি হয়। ফলে শীতের...
বিশেষ বিসিএসের মাধ্যমে চলতি বছরে দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে এসব চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হবে।
কিছু খাবার স্বাভাবিকভাবে রক্তচাপ কমাতে সহায়তা করে। এসব খাবারে গুরুত্বপূর্ণ উপাদান পটাশিযাম, ম্যাগনেসিয়াম, ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যা রক্তনালীর প্রবাহ ঠিক রাখে, সোডিয়ামের প্রভাব কমায়...
বৃষ্টির কারণে প্রায় ঘণ্টাখানেক পর খেলা শুরু হতে দেখা চতুর্থ দিনে আজ বাংলাদেশ যেমন ব্যাটিং করল, তাতে মনে হচ্ছে, ‘অতিথিপরায়ন’ বাংলাদেশ অতিথি জিম্বাবুয়ের চাওয়াটাই পূরণ করেছে! এমনই ব্যাটিং করেছে যে,...
অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং সরকারের ডানে-বামে থাকা আওয়ামী লীগের দোসররা ড. ইউনুসকে সঠিক পথে পরিচালিত হতে দেবে না, তাই এসব লোকদের থেকে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ আসামি গ্রেপ্তার করতে পারবে। আজ বুধবার সকালে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট...
ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের পাহেলগামে এক দল বন্দুকধারীর গুলিতে অন্তত ২৮ জন পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত পর্যটন স্পট পহেলগামে...
২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৫৮
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা ২০ লাখ ১০ হাজার ৭৪৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২১ জন। এ নিয়ে করোনা থেকে সুস্থ হলেন মোট ১৯ লাখ ৫৪ হাজার ৮০৬ জন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৯৪টি। এতে ২৫৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩২০ জন। এছাড়া নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আজ দাঁড়িয়েছে ৪ দশমিক ৩৮ শতাংশ। আগের দিন এ হার ছিল ৩ দশমিক ৮৯ শতাংশ।
সংক্রমণ কমার ধারায় গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। তবে গত ২২ মের পর থেকে প্রায় ৩ মাস ধরে শনাক্ত রোগীর সংখ্যা আবারো বাড়তে থাকে।
এর ফলে সারা দেশে দোকান, শপিংমল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল রেস্টুরেন্টে সবাইকে আবারো বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ ৬ নির্দেশনা দেয় সরকার।
দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ নতুন রোগী শনাক্ত হয়।
গত বছরের ডিসেম্বরের শেষে বিশ্বে ছড়াতে শুরু করে করোনার অতি সংক্রামক নতুন ধরন ওমিক্রন। তখন দেশে রোগী শনাক্তের হার বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুও বাড়তে থাকে। এ বছর ফেব্রুয়ারি থেকে আবার নামতে শুরু করে করোনা রোগীর সংখ্যা। গত জুন মাস থেকে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। পরে ধীরে ধীরে তা কমে এসেছে।
/কা.বি/