ক্যানসার রোগীদের জন্য সুখবর দিলেন গবেষকরা। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে শিগগিরই শুরুর আগেই ক্যানসার শনাক্ত করতে পারবেন চিকিৎসকরা। সেইসঙ্গে এই মডেলের মাধ্যমে ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসাও করা যাবে। গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা। এটি বায়োলজি মেথডস অ্যান্ড প্রটোকলস নামের জার্নালে প্রকাশিত হয়।
গবেষণায় বলা হয়, বেশিরভাগ ক্যানসারই চিকিৎসাযোগ্য এবং নিরাময়যোগ্য যদি তাড়াতাড়ি শনাক্ত করা যায়। তবে বেশিরভাগ ক্যানসারই শুরুতে শনাক্ত করা যায় না। আর এ জন্য গবেষকরা ডিএনএ মেথিলেশন নিয়ে গবেষণা করেছেন। তাঁরা বলছেন, এটি শুরু হওয়ার আগেই ক্যানসার শনাক্ত করতে সাহায্য করতে পারে।
গবেষণায় বলা হয়, ডিএনএ চারটি মূল উপদান অ্যাডেনিন (এ) , সাইটোসিন (সি), গুয়ানিন (জি) এবং থাইমিন (টি। কোষের বাইরে পরিবেশগত পরিবর্তনের কারণে এই উপাদানগুলোর সঙ্গে মধ্যে একটি মিথাইল গ্রুপ যুক্ত হয় যা ডিএনএ মিথিলেশন নামে পরিচিত। জৈব রসায়নে এর অর্থ হল একটি কার্বন পরমাণুকে যুক্ত থাকে তিনটি হাইড্রোজেন পরমাণু।
একটি কোষে কোটি কোটি মিথাইল গ্রুপ থাকতে পারে। এরমধ্যে কিছু থাকে ক্যানসার সৃষ্টিকারী। গবেষকরা সাধারণ কোষের নির্দিষ্ট মিথাইলেশন থেকে ক্যানসারের সৃষ্টির কারণ শনাক্ত করতে মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহার করেছেন।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা প্রাথমিক গবেষণায়, স্বাভাবিক টিস্যু থেকে ১৩টি ভিন্ন ক্যানসারের ধরন শনাক্ত করেছে। তাঁদের দাবি, এই গবেষণার যথাযথতা ৯৮ শতাংশ ২ দশমিক।
গবেষকর দাবি করছেন যে, তাঁদের মডেলটি ক্যানসার অন্তর্নিহিত প্রক্রিয়াগুলো বুঝতে সহায়তা করবে। এটি ওষুধ তৈরিতে সহায়তা করতে পারবে। যদি ক্যানসার হওয়ার আগেই রোগটি শনাক্ত হয় তাহলে চিকিৎসকরা এ নিয়ে অবিলম্বে ব্যবস্থা নিতে পারবে। যদি এ সময়ের চিকিৎসার জন্য ওষুধ তৈরি করা যায়, তবে ক্যানসার হওয়ার আগেই তা নির্মূল করা যাবে।
বিশ্বে মৃত্যুর অন্যতম কারণগুলোর মধ্যে একটি হলো ক্যানসার। প্রতি বছর প্রায় এক কোটি মানুষের মৃত্যু হয় এই রোগে।