সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

করোনার চিকিৎসা

প্রয়োজন ছিল না, তবুও ৭৫ ভাগ রোগীকে দেওয়া হয় অ্যান্টিবায়োটিক

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৪:২১ পিএম

করোনাকালে হাসপাতালে ভর্তি রোগীর ৭৫ ভাগকে বিনাপ্রয়োজনে দেওয়া হয়েছিল অ্যান্টিবায়োটিক। এমন তথ্য মিলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণায়। এদিকে, ঔষধ প্রশাসনের গবেষণায় দেখা যাচ্ছে, করোনাকালে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বাড়ে দ্বিগুণের বেশি। যে ধারা থেকে এখনও বের হতে পারেনি দেশ।

২০২০ সালে করোনা মহামারির কবলে পড়ে গোটা বিশ্ব। আক্রান্ত হয় বাংলাদেশও। ছড়ায় আতঙ্ক। সুনির্দিষ্ট চিকিৎসা না থাকায় নানা ওষুধ দিয়ে চলে পরীক্ষা-নিরীক্ষা।  

করোনাকালে অ্যান্টিবায়োটিকের ব্যবহার জানতে বঙ্গবন্ধু মেডিকেল, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও রংপুর মেডিকেলে ভর্তি তিন হাজার ৬৯৩ রোগীর ওপর চলে গবেষণা। এতে দেখা যায়, ৯৪ ভাগ রোগীকেই দেওয়া হয় অ্যান্টিবায়োটিক। অথচ ব্যাকটেরিয়া সংক্রমণ ছিল মাত্র ১৯ ভাগের। অর্থাৎ ৭৫ ভাগ রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন ছিল না।

বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘যারা ভর্তি হননি, তারাও আসলে ঘরে বসে অ্যান্টিবায়োটিক নিয়েছেন। এমনকি যারা করোনায় আক্রান্ত হননি, তারাও ঘরে বসে গ্রহণ করেন অ্যান্টিবায়োটিক। বলা যেতে পারে, শুধু হাসপাতালে ভর্তি হওয়া রোগীরাই অ্যান্টিবায়োটিক নিয়েছেন এমন নয়, বাংলাদেশে অ্যান্টিবায়োটিক গ্রহণের একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছে।’ 

সবচেয়ে বেশি ৮৫ ভাগ ব্যবহার হয়েছে সেফটিয়াক্সন, কো-অ্যামক্সিক্লাভ, এজিথ্রোমাইসিন ও মেরুপেনাম। সংক্রমণ সারাতে কার্যকর অ্যান্টিবায়োটিকের মধ্যে এগুলো অন্যতম। এগুলোর ব্যবহার বাড়ায় জীবাণুর বিরুদ্ধে বেড়েছে রেজিস্ট্যান্স।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘কোভিডের ওই বছরটাতে সারা দেশেই এভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে এখন জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ কমে গেছে। এখন আর ঠিকমতো কাজ করছে না অ্যান্টিবায়োটিক। এর মধ্য দিয়ে সংকটের পথে যাচ্ছে দেশ। দ্রুত এই সমস্যা চিহ্নিত করে সমাধান না করলে একসময় নাগালের বাইরে চলে যাবে।’

করোনার আগে দেশে প্রতি হাজার জনসংখ্যায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার ছিল ২৫ শতাংশ। করোনাকালে তা বেড়ে হয় ৫৮। বর্তমানে অ্যান্টিবায়োটিক ব্যবহারকারী দেশের শীর্ষ তিনে বাংলাদেশ। 

প্লাস্টিক দূষণ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পরিবেশগত ও স্বাস্থ্যগত সংকটগুলোর মধ্যে একটি। গবেষণায় দেখা গেছে, প্লাস্টিক থেকে নির্গত রাসায়নিক পদার্থ (যেমন ফথালেট, বিসফেনল-এ) এবং মাইক্রোপ্লাস্টিক মানবদেহে...
বয়স বাড়ার সাথে সাথে দাঁত পড়ার সমস্যা একটি সাধারণ বিষয়, তবে কিছু সতর্কতা অবলম্বন করে এই সমস্যা কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব। দাঁত মজবুত রাখতে এবং পড়ে যাওয়া থেকে বাঁচাতে কিছু নিয়ম মেনে চলা উচিত,...
আগামী কয়েক মাস সারা দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা। গত এক মাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। আর মারা গেছেন ২২ জন।
বর্ষার আগমন আর মেঘলা আকাশ যেমন স্বস্তি নিয়ে আসে, তেমনি সঙ্গে করে নিয়ে আসে নানা রোগব্যাধির শঙ্কা। আমাদের দেশের আবহাওয়াগত বৈশিষ্ট্যের কারণে গ্রীষ্মকাল, বর্ষা ও শরৎকালে জ্বরজারির প্রাদুর্ভাব হয়।...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্যসহ চার আসামিকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে...
ক্লাব বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা হচ্ছিল ম্যাচটিকে। ম্যাচের আগে আবহাওয়াও অপেক্ষায় রাখিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ম্যাচ শুরুর পর আসল ঝড় বয়ে গেল রেয়াল মাদ্রিদের ওপর। পিএসজির আক্রমণের...
এখন বাজারে গেলে কাঁকরোল দেখতে পাবেন। কাঁকরোল দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের তরকারি। তরকারি ছাড়াও কাঁকরোল দিয়ে ভর্তাও করা যায়। এই ভর্তা বানানো খুবই সহজ এবং গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে।
ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.