ওজন কমানোর জন্য বিভিন্ন উপায় খুঁজে বেড়ান অনেকেই। অনেকেই বিশেষ ডায়েট অনুসরণ করেন। আবার সহজ সমাধানের জন্য নেন বিশেষ ওষুধ। এমনই বড়ি নিয়ে আসছে মার্কিন ঔষধনির্মাণ শিল্প ও জৈবপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ফাইজার। চলতি বছরের শেষদিকে এর ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, এর আগে গত বছর এমন আরেকটি ওষুধ আনার ঘোষণা দিয়েছিল ফাইজার। ওই বছর যে ওষুধ আনার ঘোষণা আসে তা দিনে দুইবার খাওয়ার জন্য বলা হয়। যদিও পর এর ট্রায়াল বাতিল করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।
এবার দৈনিক একবার খাওয়ার ওষুধ আনছে ফাইজার, নাম ড্যানুগলিপ্রন।
এই ওষুধ ইনজেকশনের বিকল্প হিসেবে কাজ করবে বলেই মনে করা হচ্ছে। এতে ফাইজারের সঙ্গে যুক্ত আছে আরেক প্রতিষ্ঠান এলি লিলি। আগামী ২০৩০ সালের মধ্যে ওজন কমানোর ওষুধের বাজার প্রায় দেড়শ বিলিয়ন মার্কিন ডলারের হতে পারে। এই বাজার দখল করে আছে নভো নরডিস্কের ওয়েগোভি ও এলি লিলির জেপবাউন্ড।
ড্যানুগলিপ্রন ঠিক কবে বাজারে আসবে, তা এখনো নিশ্চিত করে জানায়নি ফাইজার।
এর আগে এমন আরেকটি ওষুধ আনার ঘোষণা দিয়েছিল ফাইজার। সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বেশি বলে তা বাতিল করা হয়।