ভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়ার (জেএমআই) গবেষকেরা ব্লাড ক্যানসার চিকিৎসায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়টির মাল্টিডিসিপ্লিনারি সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড স্টাডিজের (এমসিএআরএস) গবেষকরা সিএআর টি- সেল থেরাপিতে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছেন। গবেষকদের প্রত্যাশা, লিউকেমিয়া ও লিম্ফোমার মতো ব্লাড ক্যানসারের চিকিৎসায় এটি বিশেষ ভূমিকা রাখবে।
কাশ্মীর লাইফ নামের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানায়, জামিয়া মিলিয়া ইসলামিয়ার এই গবেষণা ‘সেল রিপোর্টস মেডিসিন’ জার্নালে প্রকাশিত হয়েছে। চতুর্থ প্রজন্মের সিএআর টি- সেল থেরাপি ব্লাড ক্যানসার চিকিৎসার স্থায়ী কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি খরচ কমাবে বলে উল্লেখ করা হয়েছে জার্নালে।
গবেষক ড. তানভীর আহমেদ ও ড. আরিজ আখতারের নেতৃত্বে গবেষণা দলটি সিএআর টি- সেল থেরাপির স্থায়িত্ব বৃদ্ধির একটি নতুন পদ্ধতি তৈরি করেছেন। সিএআর টি- সেল থেরাপি এমন এক প্রক্রিয়া, যেখানে রোগীর শরীরের টি- সেলকে ক্যানসার কোষ ধ্বংস করতে পরিবর্তিত করা হয়। বর্তমানে ভারতে দ্বিতীয় প্রজন্মের সিএআর টি- সেল থেরাপি পাওয়া গেলেও, জেএমআইয়ের গবেষণা এই চিকিৎসাকে চতুর্থ প্রজন্মে উন্নীত করেছে।
গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক হলো– জিএলপি-১ পেপটাইডসের সংযোজন, যা সাধারণত ডায়াবেটিস এবং ওজন কমানোর ক্ষেত্রে পরিচিত। এই পেপটাইডস সিএআর টি- সেলের কার্যকারিতা বাড়ায়, শরীরে দীর্ঘ সময় অবস্থান করতে সাহায্য করে এবং টিউমারের বিরুদ্ধে তাদের সক্ষমতা বৃদ্ধি করে। নতুন থেরাপিটি ‘মেটাবোলিকালি রি-প্রোগ্রামড সিএআর টি’ বা ‘এমসিএআর টি’ থেরাপি নামে পরিচিত, যা কোষীয় প্রক্রিয়া যেমন অটোফ্যাজি এবং মাইটোফ্যাজি উন্নীত করে।
এই গবেষণার ফলাফলে দেখা যায় ‘এমসিএআর টি’ থেরাপি বিদ্যমান চিকিৎসায় পুনরায় ক্যানসার হওয়া রোগীদের জন্য উল্লেখযোগ্যভাবে ভালো ফলাফল দিতে পারে। মাল্টিডিসিপ্লিনারি সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড স্টাডিজের পরিচালক প্রফেসর মোহাম্মদ হুসাইন জানান, যুক্তরাষ্ট্রে সিএআর টি- সেল থেরাপির খরচ ৫ লাখ ডলার বা ৪ কোটি রুপি হলেও, জামিয়া মিলিয়া ইসলামিয়ার গবেষণা এই থেরাপিকে ভারতে অনেক কম খরচে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।