সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

যেসব শারীরিক সমস্যায় ঘন ঘন হাই ওঠে

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৩:৩৮ পিএম

হাই তোলা খুবই সাধারণ বিষয়। সাধারণত শরীর ক্লান্ত থাকলে, বেশি পরিশ্রম করলে কিংবা একঘেয়েমির কারণে হাই উঠে থাকে। তবে হাইয়ের সঙ্গে অনেক সময় শরীরের বিভিন্ন সমস্যার সম্পর্ক থাকে। সাধারণত ঘুম পাওয়া অথবা একঘেয়ে লাগলে মস্তিষ্ক মানুষের শরীরকে সজাগ রাখার কাজ করে। হাইয়ের সঙ্গে সঙ্গে শরীরে অনেকখানি বাতাস প্রবেশ করে। এভাবে অক্সিজেন মস্তিষ্কে পৌঁছায়।

হাইয়ের সঙ্গে শারীরিক সমস্যার সম্পর্ক
হাই তোলার সঙ্গে অনেক সময় শারীরিক সমস্যার সম্পর্ক থাকে। কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে এটি। ঘন ঘন হাই তোলার পাশাপাশি অন্য কিছু জটিলতা থাকালে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালের ইন্টার্নাল মেডিসিনের উপদেষ্টা দিব্যা গোপাল বলেন, ‘ঘন ঘন হাই তোলার বিভিন্ন কারণ থাকতে পারে। ক্লান্তি বা ঘুমের অভাব থেকে শুরু করে স্নায়ুর রোগের ইঙ্গিত হতে পারে বেশি হাই তোলা। তবে ব্যক্তিবিশেষে হাইয়ের সংখ্যা একেক রকম। অন্যান্য উপসর্গ যেমন অবসাদ, শ্বাসকষ্ট বা মাথা ঘোরার পাশাপাশি যদি ঘন ঘন হাই ওঠে, তবে তা জটিল রোগের লক্ষণ হতে পারে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।’

ঘন ঘন হাই তোলার কারণ 
ঘুমের অভাব, ক্লান্তি, হৃদরোগ, স্নায়ুরোগ, আয়রনের ঘাটতি ইত্যাদি কারণে অতিরিক্ত হাই উঠতে পারে। স্লিপ অ্যাপনিয়া কিংবা ফুসফুসের সমস্যা থাকলেও ঘন ঘন হাই উঠতে পারে।

আয়রনের ঘাটতির সঙ্গে হাই তোলার সম্পর্ক
রক্তে অক্সিজেন সরবরাহ করার জন্য শরীরে পর্যাপ্ত পরিমাণ আয়রনের উপস্থিতি প্রয়োজন। শরীরে আয়রনের অভাব ঘটলে অক্সিজেন ঠিকমতো সরবরাহ করতে পারে না শরীর। আর এই বার্তা পৌঁছোয় মস্তিষ্কে। সঙ্গে সঙ্গে মস্তিষ্ক হাই তুলে তুলে শরীরকে সঙ্কেত পাঠায়। এরপর হাই তোলার মাধ্যমে বেশ কিছুটা অক্সিজেন মস্তিষ্কে প্রবেশ করে।

ঘন ঘন হাই তোলা রোধে করণীয়
গন ঘন হাই তোলা রোধ করতে নিয়মিত ঘুমের রুটিন মেনে চলতে হবে। পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে নিয়মিত। পরিমাণমতো পানি পান করতে হবে। এ ছাড়া শরীরে অক্সিজেন সরবরাহ বৃদ্ধিতে আয়রন সমৃদ্ধ খাবার যেমন, পালং শাক, আপেল ও বেরি উপকারী। সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে শরীরচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

প্লাস্টিক দূষণ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পরিবেশগত ও স্বাস্থ্যগত সংকটগুলোর মধ্যে একটি। গবেষণায় দেখা গেছে, প্লাস্টিক থেকে নির্গত রাসায়নিক পদার্থ (যেমন ফথালেট, বিসফেনল-এ) এবং মাইক্রোপ্লাস্টিক মানবদেহে...
বয়স বাড়ার সাথে সাথে দাঁত পড়ার সমস্যা একটি সাধারণ বিষয়, তবে কিছু সতর্কতা অবলম্বন করে এই সমস্যা কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব। দাঁত মজবুত রাখতে এবং পড়ে যাওয়া থেকে বাঁচাতে কিছু নিয়ম মেনে চলা উচিত,...
বর্ষার আগমন আর মেঘলা আকাশ যেমন স্বস্তি নিয়ে আসে, তেমনি সঙ্গে করে নিয়ে আসে নানা রোগব্যাধির শঙ্কা। আমাদের দেশের আবহাওয়াগত বৈশিষ্ট্যের কারণে গ্রীষ্মকাল, বর্ষা ও শরৎকালে জ্বরজারির প্রাদুর্ভাব হয়।...
সুস্থ জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই অবহেলিত সূচক হলো প্রস্রাবের স্বাভাবিকতা। প্রতিদিন কতবার প্রস্রাব করছেন, তার রং কেমন বা কোনো অস্বস্তি হচ্ছে কি না—এই সাধারণ বিষয়গুলো আপনার কিডনির...
চাঁদপুরের হাজীগঞ্জে বিশেষ অভিযানে সাত কিশোর গ্যাংসহ ১২ জনকে আটক করেছে যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার সকালে প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেছে চাঁদপুর আর্মি ক্যাম্প।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.