সেকশন

শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
Independent Television
 

কিছু মানুষকে কেন মশা বেশি কামড়ায়?   

আপডেট : ২৫ মে ২০২৫, ০৭:৫৬ এএম

মশা আমাদের সবার জন্যই বিরক্তিকর। তবে দেখা যায়—কিছু মানুষ মশার কাছে যেন বিশেষভাবে আকর্ষণীয়। একবার শরীরের উন্মুক্ত ত্বক খুঁজে পেলেই মশারা তাদের সুচের মতো শুঁড় ব্যবহার করে রক্ত চুষে নেয়। কিন্তু কেন কিছু মানুষ মশার বেশি টার্গেটে পরিণত হন?

গবেষকরা বলছেন, এর পেছনে থাকতে পারে ঘ্রাণ বা গন্ধের রহস্য। সম্প্রতি সেল নামক সাময়িকীতে এ সংক্রান্ত গবেষণাটি প্রকাশিত হয়।  

আমেরিকার রকফেলার ইউনিভার্সিটির গবেষকরা ২০২২ সালে একটি গবেষণা চালান। গবেষণায় দেখা গেছে, যেসব মানুষের ত্বকে নির্দিষ্ট কিছু অ্যাসিডের মাত্রা বেশি থাকে তারা মশাদের কাছে ১০০ গুণ বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন। বিশেষ করে স্ত্রী এডিস ইজিপ্টাই জাতের মশা তাদেরকে বেশি টার্গেট করে। এই মশা ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার ও জিকা ভাইরাসের বাহক।

গবেষকরা জানান, গবেষণায় অংশগ্রহণকারীদের হাতের ওপর নাইলনের মোজা পরিয়ে ত্বকের স্বাভাবিক ঘ্রাণ সংগ্রহ করা হয়। এরপর এই মোজাগুলো কেটে মশা-ধরা যন্ত্রের ভেতরে স্থাপন করা হয়।

গবেষণার প্রধান লেসলি ভস‌হল জানান, একটি নির্দিষ্ট নমুনার প্রতি মশাদের আকর্ষণ ছিল সবচেয়ে বেশি। এই ব্যক্তিকে গবেষণায় ‘সাবজেক্ট ৩৩’ নামে অভিহিত করা হয়।

ভস‌হল বলেন, রাসায়নিক বিশ্লেষণে দেখা গেছে এই ব্যক্তি বা ‘অত্যন্ত আকর্ষণীয়’ গ্রুপের মানুষের ত্বকে কার্বক্সিলিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে।

গবেষণায় বলা হয়, ‘ত্বকের ঘ্রাণে কার্বক্সিলিক অ্যাসিডের মাত্রা এবং মশা আকর্ষণের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। বিশেষ কিছু জেনেটিক বৈশিষ্ট্যের কারণেও এই অ্যাসিড বেশি নির্গত হতে পারে।’

তবে বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি, কেন মশারা এই রাসায়নিকের প্রতি এতটা টান অনুভব করে। গবেষকদের ধারণা, প্রতিটি মানুষের ত্বকের নিজস্ব মাইক্রোক্লাইমেট বা পরিবেশ এতে ভূমিকা রাখে।

গবেষকরা জানান, তাঁরা এখনও সেই রাসায়নিকগুলো মানুষের ত্বক থেকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলার উপায় খুঁজে পাননি। তাই সরাসরি প্রমাণ মেলেনি যে, এগুলো ছাড়া মশারা আকর্ষিত হয় না।

গবেষণাটিতে আরও বলা হয়, মানব ত্বকের ঘ্রাণ অনেক জটিল—এর মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক থাকে, যার প্রতিটির জন্য আলাদা বিশ্লেষণ পদ্ধতি দরকার। এই গবেষণায় শুধু কার্বক্সিলিক অ্যাসিডের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিবছর প্রায় ৭০ কোটি মানুষ মশাবাহিত রোগে আক্রান্ত হন। এসব রোগে প্রতিবছর সাড়ে সাত লাখ মানুষের মৃত্যু হয়।

আমরা প্রায় সবাই জীবনে কখনো না কখনো মানসিক চাপ, দুঃখ, ক্ষোভ বা অনিশ্চয়তার ভেতর দিয়ে গিয়ে থাকি। তবে সমস্যাটা তখনই হয়, যখন এই অনুভূতিগুলো আমাদের ভেতরে এমনভাবে গেঁথে বসে যে, আমরা আর বুঝতেই পারি...
ডায়াবেটিস রোগীর ডেঙ্গু হলে পরিস্থিতি অন্য সাধারণ রোগীদের তুলনায় অনেক বেশি জটিল হয়ে পারে। কারণ ডায়াবেটিস রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাছাড়া ডেঙ্গুতে রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়ার...
চলতি বছর চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। মৃত শফিউল ইসলাম (৭৫) চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা। সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে...
শরীর চর্চার একটি অংশ হলো হাঁটা। হাঁটলে শরীর ভালো থাকে। পাশাপাশি বিভিন্ন রোগের ঝুঁকি কমে। তাই শারীরিকভাবে সুস্থ থাকতে হাঁটার কোনো বিকল্প নেই। নিয়মিত হাঁটলে হৃদ্‌যন্ত্র এবং ফুসফুস ভালো থাকে। এতে...
রাতে ম্যাচ, তার আগে বিকেল বেলা ইউভেন্তুসের খেলোয়াড় ও কর্মকর্তাদের কয়েকজনকে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। আর ট্রাম্প...
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় ইতি টানতে গত সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনজন কূটনীতিকের বরাতে দিয়ে এ তথ্য...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.