রমজানে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা’র খাবার ও রুম প্যাকেজে বিশেষ অফার ঘোষণা করেছে। হোটেলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোল্ডেন ডাইন রেস্টুরেন্টে থাকছে একটি জাঁকজমকপূর্ণ ইফতার বুফে। যেখানে থাকবে রমজানের বিশেষ খাবারের মনোমুগ্ধকর সমাহার। তাদের খাবারের মধ্যে রয়েছে নরম মাটন ও বিফ হালিম, সুগন্ধি বিরিয়ানি ও তেহারি, বিভিন্ন ধরনের সুস্বাদু কারি। এছাড়াও রয়েছে চিকেন টিক্কা মসালা ও মাটন রোগান জোশ এবং টাওয়া বিফের মতো মুখরোচক পদ।
জনপ্রতি ৪ হাজার ৪৯৯ টাকায় এই ইফতার বুফেতে থাকছে ওম আলী, মিষ্টি দই, কুনাফা ও বাকলাভার মতো বিভিন্ন লোভনীয় ডেজার্টের বিস্তৃত আয়োজন। সেই সাথে থাকছে তাজা মৌসুমী জুস এবং খেজুর ও বাদামের বিশেষ সংগ্রহ। বিশেষ অফারগুলোর মধ্যে রয়েছে নির্বাচিত ব্যাংক কার্ডের মাধ্যমে ইফতার বুফেতে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার। সপ্তাহান্তে সুহুর বুফেতে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারে (জনপ্রতি ১ হাজার ৯৫০ টাকা, ২৪ ঘণ্টা আগে বুকিং করতে হবে)। অতিথিদের সুবিধার জন্য ১ হাজার ৬৫০ টাকায় অল-ইনক্লুসিভ ইফতার টেকওয়ে বক্স পাওয়া যাচ্ছে।
এছাড়া গোল্ডেন টিউলিপ গ্র্যান্ডমার্ক ঢাকা নিয়ে এসেছে বিশেষ রুম প্যাকেজ। যেখানে শুধু রুম প্রতি রাতে ৯ হাজার টাকা, বুফে সুহুরসহ রুম ১০ হাজার ৫০০ টাকা, বুফে সুহুর ও ইফতার এবং পরে ডিনারসহ রুম ১৫ হাজার টাকা। হোটেলটি করপোরেট ও গ্রুপ ইভেন্টের জন্য কাস্টমাইজড মেনুর ব্যবস্থা করছে। যার মূল্য জনপ্রতি ১ হাজার ৯০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। ৫০ বা তার বেশি জনের গ্রুপের জন্য ভেন্যু ভাড়া ফ্রি।
গোল্ডেন টিউলিপ গ্র্যান্ডমার্ক ঢাকার ম্যানেজিং ডিরেক্টর খালেদ উর রহমান বলেন, ‘আমাদের রন্ধনসম্পর্কীয় দল অত্যন্ত যত্নের সাথে একটি মেনু তৈরি করেছে যা এই পবিত্র মাসের ঐতিহ্যকে সম্মান জানায়। আমাদের রুম প্যাকেজগুলো রমজানে আরামদায়ক ও স্মরণীয় থাকার জন্য উপযুক্ত পরিবেশ প্রদান করে।’
গোল্ডেন টিউলিপ গ্র্যান্ডমার্ক ঢাকাতে রমজানের অভিজ্ঞতা আরও আনন্দময় করে আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ রয়েছে। প্রতিটি ইফতার বুফে বা সুহুর ডাইনিং অভিজ্ঞতা আপনাকে দম্পতি রিটার্ন এয়ার টিকিট (দেশীয় ও আন্তর্জাতিক), বিলাসবহুল গিফট হ্যাম্পার এবং আরও অনেক কিছুর জন্য র্যাফেল ড্রতে অন্তর্ভুক্ত করবে।