জুতার দুনিয়ায় নতুন নাম ‘স্নিকারিনা’। বলেট ফ্ল্যাট আর স্নিকারের মিশেলে তৈরি এই জুতা এখন ফ্যাশনের নতুন উন্মাদনা। আরামদায়ক, অভিনব আর দেখতে একেবারে আলাদা, এই জুতা জায়গা করে নিচ্ছে বিশ্বখ্যাত সব ডিজাইনারের শো থেকে শুরু করে সাধারণ ফ্যাশনপ্রেমীর ওয়ারড্রোবেও।
২০২৫ সালের শরৎ-শীত মৌসুমের রানওয়েতেই আলোচনায় আসে স্নিকারিনা। লন্ডনের ডিজাইনার সিমোন রোচা তাঁর শোতে মডেলদের পরিয়েছিলেন সাটিন কাপড়ে তৈরি একধরনের স্নিকার। যার কিনারা প্লিট করা, মাথায় গোলাকৃতি, আর বাঁধা ছিল চকচকে ফিতে দেওয়া জুতা, কিন্তু নিচের কাঠামোটা ছিল স্নিকারের মতো। ফলে একইসঙ্গে মিলে গেছে বলেট জুতার কোমলতা আর স্নিকারের স্পোর্টি ভঙ্গিমা।
লুই ভুতোঁও খুব দ্রুত এই ধারায় যোগ দিয়েছে। তারা এনেছে পাতলা সোল, বাঁকানো টু-বক্স আর ব্র্যান্ডের আইকনিক মনোগ্রাম সম্বলিত স্নিকারিনা। এক কথায়, ট্রেইনারের কাঠামো কিন্তু ডিজাইনে বলেটের পরিমিতি সৌন্দর্য।
এই ট্রেন্ড আসলে একেবারে নতুন নয়। জনাথন অ্যান্ডারসন, লোয়েভে’র হয়ে বছর কয়েক আগে তৈরি করেছিলেন ‘ব্যালেট রানার’। নাইকি, অ্যাডিডাস আর পুমাও এর আগেই এমন কিছু সিলুয়েট নিয়ে পরীক্ষা করেছে। বিশেষ করে পুমা’র স্পিডক্যাট এখন অনেকের সংগ্রহে।
এই নতুন ঘরানার জুতা যেন এক ঘোষণাই দিয়ে ফেলছে, আরাম আর স্টাইল একসঙ্গে চাই। ফ্যাশন যেখানে প্রতিদিন বদলায়, সেখানে এই এক জোড়া স্নিকারিনা যেন বলছে, আপনি স্টাইলকে নিজের মতো করে ভাবেন। ফ্যাশনে নতুনত্ব চান? তাহলে স্নিকারিনার জন্য জায়গা করে দিন ওয়ারড্রোবেই।