ফরাসি বিলাসবহুল ব্র্যান্ডটি তাদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ভারতীয়কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করল। আর সেই সম্মান পেলেন মাত্র ২৬ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী।
মাত্র ক’বছরের ক্যারিয়ারে অনন্যা হয়ে উঠেছেন জেন-জি প্রজন্মের স্টাইল আইকন। সিনেমার বাইরেও তিনি আলোচনায় থাকেন তাঁর ফ্যাশন সেন্স, স্টাইল এক্সপেরিমেন্ট আর সোশ্যাল মিডিয়া প্রেজেন্স নিয়ে। আর শ্যানেলের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল বেশ কিছুদিন আগেই।
সবকিছু শুরু হয় শ্যানেলের ২০২৫ সালের স্প্রিং/সামার শো থেকে। যেখানে অনন্যার উপস্থিতি নজর কাড়ে আন্তর্জাতিক ফ্যাশন মিডিয়ার। এরপর একে একে গ্রাৎসিয়া ও ভোগ ইন্ডিয়ার কাভার, মুম্বাইয়ে ফিওএফ ডিনার, সবখানেই অনন্যা ছিলেন শ্যানেলের পোশাকে।
শ্যানেল এক বিবৃতিতে বলেছে, ‘অনন্যা এমন এক প্রজন্মের প্রতিনিধি, যারা স্বাধীন চিন্তা ও নিজস্ব রুচির সঙ্গে পৃথিবীকে আবিষ্কার করে। তাঁর মানসিকতা আর দৃষ্টিভঙ্গি আমাদের ব্র্যান্ডের সঙ্গে মিলে যায়।’
অনন্যার ইনস্টাগ্রামে ফলোয়ার ২ কোটি ৬০ লক্ষের কাছাকাছি। তাঁর প্রতিটি লুক, প্রতিটি ব্র্যান্ড নির্বাচন, সবই এখন ট্রেন্ডসেটিং। শ্যানেলের সঙ্গে এই পার্টনারশিপ নিঃসন্দেহে তাঁকে তুলে দিল আরও এক ধাপ ওপরে, আন্তর্জাতিক ফ্যাশনের মুখ হিসেবে।