কান চলচ্চিত্র উৎসবের লালগালিচা মানেই রঙ, আলো আর ঝলমলে ফ্যাশন। এ বছর বলিউড তারকা উর্বশী রাউতেলা এসেছিলেন একেবারে রাজকীয় সাজে। গায়ে ছিল লাল, নীল আর হলুদের মিশেলে এক ঝকঝকে গাউন, মাথায় টিয়ারা। আর হাতে ধরা ছিল এক অদ্ভুত সুন্দর তোতা পাখির ব্যাগ। এই ব্যাগটি যেন সবার নজর কাড়ে।
কেন-ই বা কাড়বে না বলুন। এই ব্যাগটি তৈরি করেছে বিলাসবহুল ব্র্যান্ড জুডিথ লাইবার। তোতা পাখির মতো দেখতে এই ব্যাগের গায়ে বসানো রয়েছে ছোট ছোট রঙিন পাথর। দাম? প্রায় ৫ হাজার ৫০০ ডলার, বাংলাদেশী টাকায় যা প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা।
অনেকে বলছেন, উর্বশীর এই লুক দেখে মনে পড়ছে শিল্পপতি ও ফ্যাশনপ্রেমী শালিনী পাশির কথা। তিনিও এক অনুষ্ঠানে এমন একটি তোতা ব্যাগ হাতে নিয়েছিলেন। যদিও তার ব্যাগের পাথরের রং ছিল একটু আলাদা। শালিনীর ব্যাগ যেভাবে শিল্পের ছোঁয়া রাখে, উর্বশীর ব্যাগটি যেন তার ফ্যাশনের ঝলক দেখায়।
একদিকে যেমন উর্বশীর সাজ প্রশংসা কুড়িয়েছে, অন্যদিকে নির্ধারিত সময়ের বেশি লালগালিচায় থাকায় আয়োজকরা তাকে সরিয়ে দেওয়ার অনুরোধও করেছেন।
জুডিথ লাইবার এমন ব্যাগ তৈরির জন্যই বিখ্যাত। যেখানে সাধারণ জিনিসকে রূপ দেওয়া হয় ঝকমকে আর্ট পিসে। এই তোতা ব্যাগটি তারই দারুণ উদাহরণ। রুবি লাল, সবুজ, নীল আর সোনালি পাথরের কাজ মিলিয়ে ব্যাগটি যেন একেবারে জীবন্ত পাখির মতো।