কান চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে রেড কার্পেটে নেমে এল এক ঝলক গথিক গ্ল্যামার, পুরনো দিনের শৈলী আর হস্তশিল্পের অনন্য প্রদর্শনী। ৭৮তম কান উৎসব এখন জমজমাট, আর তারকাদের সাজগোজ যেন চোখ সরানোই দায়। আন্তর্জাতিক তারকারা এদিন মাতিয়ে রাখলেন নিজের অভিনব পোশাকে।
সিকুইনের ঝলক, ক্লাসিক কালো গাউন আর নতুন ধাঁচের এমব্রয়ডারিতে সেজে উঠেছিল উৎসবের রেড কার্পেট। প্রতিটি তারকার সাজ যেন বলছিল আলাদা এক গল্প। এক নজরে দেখে নেওয়া যাক, কারা থাকলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নিটাংশি গোয়েল
১৭ বছর বয়সী ‘লাপাতা লেডিজ’-এর অভিনেত্রী নিটাংশি গোয়েল প্রথমবার কান রেড কার্পেটে পা রাখলেন। ভারতীয় এই তারকা পরেছিলেন কালো-সোনালি রঙের একটি গাউন, ডিজাইন করেছিলেন ‘জেড বাই মনিকা অ্যান্ড করিশ্মা’। পোশাকটিতে ছিল সূক্ষ্ম কসাব এমব্রয়ডারি আর ম্যাক্রেম কাজ। হাতের কাজ কতটা সুন্দর হতে পারে, নিটাংশির পোশাক ছিল তার দারুণ উদাহরণ।
আইরিস মিটেনায়ার
ফরাসি টিভি তারকা ও সাবেক মিস ইউনিভার্স আইরিস মিটেনায়ার এসেছিলেন ক্লাসিক কালো গাউনে। চুলে ছিল নরম ঢেউ, আর গাউনে ছিল লেগ স্লিট। যার এক পাশ ফাঁকা, যাতে পা দেখা যায়। এই সাজে অনেকের চোখে তিনি যেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির মতোই লাগছিলেন।
ডায়ান ক্রুগার
জার্মান অভিনেত্রী ডায়ান ক্রুগার পরেছিলেন হালকা নীল রঙের ঝলমলে গাউন, তৈরি করেছিলেন প্রাডা। তাঁর গাউনের সঙ্গে ছিল একটি লম্বা শাল, যার প্রান্তে ছিল পালকের কাজ। পুরো সাজে ছিল একটা রাজকীয় ভাব।
ইরিনা শায়েক
রাশিয়ার সুপারমডেল ইরিনা শায়েক বেছে নিয়েছিলেন কালো রঙের গথিক স্টাইলে সাজ। গাউনে ছিল পালক আর ঝকঝকে কাজ। সঙ্গে ছিল লম্বা স্বচ্ছ গ্লাভস, লাল লিপস্টিক আর বড় রুপার গয়না। সাহসী আর নজরকাড়া লুকই ছিল তাঁর সাজের মূল জোর।
কান উৎসবের তৃতীয় দিন ছিল এক কথায় ফ্যাশনের উৎসব। যে যার মতো করে সাজলেন। কিন্তু সবাইই যেন ছড়িয়ে দিলেন নিজ নিজ রুচি আর সংস্কৃতির ছাপ। সিনেমার বাইরে ফ্যাশনেও কান এখন আলোচনা জমিয়ে রেখেছে।