রমজান, মুসলমানদের জন্য পবিত্র মাস। ইবাদত ও আত্মবিশ্লেষণের সময়। প্রতিদিন রোজার সমাপ্তিতে ইফতারের মাধ্যমে হয়। এই বিশেষ সময়টিকে আরও স্মরণীয় করতে হোটেল সারিনা ঢাকা ইফতারের বিশেষ আয়োজন করেছে। যেখানে থাকছে ইফতার ও বুফে ডিনার। তাদের সামারফিল্ডস রেস্তোরাঁ প্রতিদিন থাকছে স্বাস্থ্যকর ইফতার ও রাতের খাবারের বিশেষ আয়োজন। ইফতার শুরু হবে মাগরিবের আজান থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
গ্রাহকদের সুবিধার জন্য নির্দিষ্ট ব্যাংকের কার্ড হোল্ডারদের জন্য থাকছে বোগো অফার। যেখানে একটির মূল্য পরিশোধ করে খেতে পারবেন দু’জন এবং তিনজন (কার্ড ভেদে)। খরচ করতে হবে ৬ হাজার ৯৯৯ টাকা। আবার এক জনের বুফে মূল্য পরিশোধ করলে খেতে পারবেন ৫-৬ জন। খরচ করতে হবে ৯ হাজার ৯৯৯ টাকা। যারা ঐতিহ্যবাহী ইফতার চান, তাদের জন্য স্ট্রিট ক্যাফেতে থাকছে ইফতার বাজারের বিশেষ আয়োজন। এখান থেকে আপনার পছন্দের ইফতার আইটেম এবং অন্যান্য সুস্বাদু খাবার কিনে নিতে পারবেন।
এছাড়াও যারা বুফে সেহরি করতে চান, তাদের জন্যও রয়েছে বিশেষ আয়োজন। হোটেলটির সামারফিল্ড রেস্তোরায় বৃহস্পতি ও শুক্রবার রাত ১২টা থেকে ফজর পর্যন্ত থাকবে এই সেহরির ইফতার। বোগো অফারে এখানে থাকছে ৪ হাজার ৯৯৯ টাকায় দু’জন খাওয়ার সুযোগ। আর ৬ হাজার ৭০০ টাকায় ৪-৫ জন খেতে পারবেন। এই অফারটি নিতে পারবেন নির্দিষ্ট ব্যাংক কার্ডে। পরিবার, বন্ধু, সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে ইফতার করতে চাইলে, রমজান বিশেষ এই অফার নিতে পারেন যেকেউ।