পবিত্র রমজান মাসে এক্সক্লুসিভ ডাইনিং অফার হাজির করেছে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল। সাজসজ্জায় এসেছে আরব্য সংস্কৃতির ছোঁয়া। এক্সক্লুসিভ রমজান স্পেশাল অফারে রয়েছে– বাফে ইফতার ও ডিনার, সেহরি এবং টেকওয়ে বক্স।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুফে ইফতার ও ডিনারের জন্য খরচ করতে হবে ৯ হাজার ৯৯৯ টাকা। আর বাফে সেহরি মিলবে ৬ হাজার ১৯৯ টাকা। এছাড়াও টেকওয়ে ইফতার বক্সের মধ্যে রয়েছে তিনটি প্যাকেজ। যাতে থাকছে সিলভার ৬ হাজার ৫০০ টাকা, গোল্ড ৭ হাজার ৫০০ টাকা এবং প্লাটিনাম ৯ হাজার ৫০০ টাকা। এই অফার মিলবে পুরো রমজান মাস জুড়ে।
রোজা উপলক্ষে বাহার রেস্তোরাঁয় থাকবে রকমারি খাবারের সমাহার। যার মধ্যে রয়েছে সুগন্ধি ল্যাম্ব ওউজি, স্বাদে ভরপুর ল্যাম্ব মানডি এবং অপূর্ব ল্যাম্ব ট্যাজিন অলিভ ও অ্যাপ্রিকট। উপভোগ করতে পারেন এগপ্ল্যান্ট মুসাক্কা, লাইভ জালেবি কনডিমেন্টসের ম্যাজিক প্রভৃতি। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারেন www.renaissancedhakagulshan.com।