পবিত্র মাহে রমজান উপলক্ষে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে পুরো মাসজুড়ে বৈচিত্র্যময় খাবারব্যবস্থার আয়োজন রেখেছে। পবিত্রতা ও আনন্দের পরিবেশে মগ্ন হতে, অ্যাটিটিউড রেস্টুরেন্টের সুস্বাদু ও স্বাস্থ্যকর ইফতার ও সেহরি বুফে ভরিয়ে তুলবে আপনার এ সময়কে। এ ছাড়াও থাকছে হোয়াইট লোটাস রেস্টুরেন্টের বিশেষভাবে প্রস্তুতকৃত আকর্ষণীয় রমাদান ইফতার টেকওয়ে বক্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শতাধিক আইটেমের ঐতিহ্যবাহী, মেডিটেরিয়ান, কন্টিনেন্টাল ও আরবীয় স্বাদের বিশেষ মেনু, যার মধ্যে রয়েছে আদানা কাবাব, ল্যাম্ব উজি, মাটন কাচ্চি, ল্যাম্ব শ্যাঙ্ক, গ্রিলড প্রন, ফ্রাইড হিলশা, মাটন সিক কাবাব, মাটন হালিম, চিকেন হালিম, বিফ নেহারি, জিলাপি, বিফ কোবিদেহ কাবাব, তুর্কী মিষ্টান্ন এবং আরও নানা রকমের মুখরোচক খাবার। শুধু তাই নয়, সারা দিন রোজা রেখে, ইফতারে তৃষ্ণা মেটাতে পারবেন বিভিন্ন ধরনের ফলের ঠান্ডা জুস দিয়ে এবং চা প্রিয়দের জন্যে একটি বিশেষ চা কর্নারও তৈরি করা হয়েছে।
যারা বাসায় বসে হলিডে ইন-এর খাবারের স্বাদ পরিবার অথবা প্রিয়জনদের সঙ্গে উপভোগ করতে চান, তাদের জন্যে হোয়াইট লোটাস ক্যাফেতে থাকছে চার রকমের আকর্ষণীয় ইফতার টেকওয়ে বক্স। এ ছাড়া মাস জুড়ে রুম প্যাকেজে রয়েছে বিশেষ ছাড়।
রমজান উপলক্ষে অফারগুলোর মধ্যে রয়েছে অ্যাটিটিউড রেস্টুরেন্টে ইফতার এবং সেহরি বুফে। যেখানে কার্ড ভেদে থাকছে একটি কিনলে বিনামূল্যে ৩টি পর্যন্ত নেওয়ার সুযোগ। তার জন্য গুনতে হবে ৭ হাজার ৭৭৭ টাকা। আর সেহরিতে থাকছে ৪ হাজার ৫০০ টাকায় মিলবে বাইওয়ান গেটওয়ান অফার। হোয়াইট লোটাস থেকে রমজান টেকওয়ে বক্স ১ জনের জন্য গুনতে হবে ৩ হাজার টাকা, ২ জনের জন্য ৬ হাজার টাকা, ৪ জনের জন্য ৯ হাজার টাকা এবং ৬ জনের জন্য ১৩ হাজার টাকা। টেকওয়ের সবগুলোতেই থাকছে বোগো অফার।
এছাড়াও তাদের রয়েছে রুম অফার। যেখানে স্ট্যান্ডার্ড রুম (দুজনের জন্য) ৮ হাজার ৯৯৯ টাকায়, স্ট্যান্ডার্ড রুমসহ ব্রেকফাস্ট/সেহরি (দুজনের জন্য) ১১ হাজার ৪৯৯ টাকায়, স্ট্যান্ডার্ড রুমসহ ব্রেকফাস্ট/সেহরি এবং ইফতার/ডিনার (দুজনের জন্য) ১৫ হাজার ৪৯৯ টাকায়।
হলিডে ইন ঢাকা সিটি সেন্টার এবার শুরু করেছে বিশেষ ব্যাংকোয়েট প্রোমোশন। যেখানে অতিথিরা তাদের যেকোনো রমজানের অনুষ্ঠান আয়োজন করলেই পাবেন বিনামূল্যে ভেন্যু। এই বিশেষ অফারে, ১০ থেকে ২৫০ জন পর্যন্ত অতিথি সমাগমে, অনায়াসে যেকোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে। আর, এই ভেন্যুগুলোতে আপনি পাবেন অতুলনীয় আতিথেয়তা।
হোটেলটির ইফতারের আয়োজনে এবারের এয়ারলাইন পার্টনার হিসেবে থাকছে নোভোএয়ার। রিজার্ভেশন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ০১৩২৪৭১৭০২৫-২৬ নম্বরে।