সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
Independent Television
 

বৈচিত্র্যময় খাবার নিয়ে হলিডে ইনের ইফতার আয়োজন

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০২:২৪ পিএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে পুরো মাসজুড়ে বৈচিত্র্যময় খাবারব্যবস্থার আয়োজন রেখেছে। পবিত্রতা ও আনন্দের পরিবেশে মগ্ন হতে, অ্যাটিটিউড রেস্টুরেন্টের সুস্বাদু ও স্বাস্থ্যকর ইফতার ও সেহরি বুফে ভরিয়ে তুলবে আপনার এ সময়কে। এ ছাড়াও থাকছে হোয়াইট লোটাস রেস্টুরেন্টের বিশেষভাবে প্রস্তুতকৃত আকর্ষণীয় রমাদান ইফতার টেকওয়ে বক্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শতাধিক আইটেমের ঐতিহ্যবাহী, মেডিটেরিয়ান, কন্টিনেন্টাল ও আরবীয় স্বাদের বিশেষ মেনু, যার মধ্যে রয়েছে আদানা কাবাব, ল্যাম্ব উজি, মাটন কাচ্চি, ল্যাম্ব শ্যাঙ্ক, গ্রিলড প্রন, ফ্রাইড হিলশা, মাটন সিক কাবাব, মাটন হালিম, চিকেন হালিম, বিফ নেহারি, জিলাপি, বিফ কোবিদেহ কাবাব, তুর্কী মিষ্টান্ন এবং আরও নানা রকমের মুখরোচক খাবার। শুধু তাই নয়, সারা দিন রোজা রেখে, ইফতারে তৃষ্ণা মেটাতে পারবেন বিভিন্ন ধরনের ফলের ঠান্ডা জুস দিয়ে এবং চা প্রিয়দের জন্যে একটি বিশেষ চা কর্নারও তৈরি করা হয়েছে।

যারা বাসায় বসে হলিডে ইন-এর খাবারের স্বাদ পরিবার অথবা প্রিয়জনদের সঙ্গে উপভোগ করতে চান, তাদের জন্যে হোয়াইট লোটাস ক্যাফেতে থাকছে চার রকমের আকর্ষণীয় ইফতার টেকওয়ে বক্স। এ ছাড়া মাস জুড়ে রুম প্যাকেজে রয়েছে বিশেষ ছাড়।

রমজান জুড়ে রয়েছে মজার সব খাবারের আয়োজন। ছবি: হলিডে ইন

রমজান উপলক্ষে অফারগুলোর মধ্যে রয়েছে অ্যাটিটিউড রেস্টুরেন্টে ইফতার এবং সেহরি বুফে। যেখানে কার্ড ভেদে থাকছে একটি কিনলে বিনামূল্যে ৩টি পর্যন্ত নেওয়ার সুযোগ। তার জন্য গুনতে হবে ৭ হাজার ৭৭৭ টাকা। আর সেহরিতে থাকছে ৪ হাজার ৫০০ টাকায় মিলবে বাইওয়ান গেটওয়ান অফার। হোয়াইট লোটাস থেকে রমজান টেকওয়ে বক্স ১ জনের জন্য গুনতে হবে ৩ হাজার টাকা, ২ জনের জন্য ৬ হাজার টাকা, ৪ জনের জন্য ৯ হাজার টাকা এবং ৬ জনের জন্য ১৩ হাজার টাকা। টেকওয়ের সবগুলোতেই থাকছে বোগো অফার। 

এছাড়াও তাদের রয়েছে রুম অফার। যেখানে স্ট্যান্ডার্ড রুম (দুজনের জন্য) ৮ হাজার ৯৯৯ টাকায়, স্ট্যান্ডার্ড রুমসহ ব্রেকফাস্ট/সেহরি (দুজনের জন্য) ১১ হাজার ৪৯৯ টাকায়, স্ট্যান্ডার্ড রুমসহ ব্রেকফাস্ট/সেহরি এবং ইফতার/ডিনার (দুজনের জন্য) ১৫ হাজার ৪৯৯ টাকায়।

হলিডে ইন ঢাকা সিটি সেন্টার এবার শুরু করেছে বিশেষ ব্যাংকোয়েট প্রোমোশন। যেখানে অতিথিরা তাদের যেকোনো রমজানের অনুষ্ঠান আয়োজন করলেই পাবেন বিনামূল্যে ভেন্যু। এই বিশেষ অফারে, ১০ থেকে ২৫০ জন পর্যন্ত অতিথি সমাগমে, অনায়াসে যেকোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে। আর, এই ভেন্যুগুলোতে আপনি পাবেন অতুলনীয় আতিথেয়তা।

হোটেলটির ইফতারের আয়োজনে এবারের এয়ারলাইন পার্টনার হিসেবে থাকছে নোভোএয়ার। রিজার্ভেশন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ০১৩২৪৭১৭০২৫-২৬ নম্বরে।

নারীদের দখলে স্নিকার দুনিয়া
ওয়েলস বোনারের ডিজাইন করা অ্যাডিডাস সামবা অনেকটা ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া জুতা। রুপালি রঙের এই স্নিকার এতটাই জনপ্রিয় হয়েছে যে, এখন এটি শুধু ফ্যাশন নয়, বরং রুচির প্রতীক। এই জুতা যতটা আলোচিত...
চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে এখন এক নতুন আলোচনার ঝড়। নামীদামি বিলাসবহুল ব্র্যান্ডের ব্যাগ বানানো হচ্ছে চীনের অচেনা, অজানা কারখানায়। তাও আবার একেবারে হুবহু আসলের মতো। দেখতে যেমন, ধরতেও তেমন, এমনকি...
ঘরে বসে চা পাতা, দুধ, কাজু ও কাঠবাদাম দিয়ে সহজেই তৈরি করতে পারেন নতুন স্বাদের মালাই বাদাম চা। বাসায় অতিথি আসলে এই বাদাম চা দিয়ে আপ্যায়ন করতে পারেন।
জাপানের প্রাচীন শহর কিয়োতোর তো-জি মন্দিরের শান্ত বাগানজুড়ে এক অপূর্ব সৌন্দর্য ছড়িয়ে দিলেন সোনম কাপুর। আর গায়ে ডিওরের প্রি-ফল ২০২৫ কালেকশন। ডিজাইনার মারিয়া গ্রাজিয়া কিউরির হাতে তৈরি এই কালেকশন যেন...
২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলাবাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তি উপেক্ষা করেই ইরানে হামলার পরিকল্পনায় অনড় ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রাম্প সমর্থন না দিলেও, আগামী কয়েক মাসের মধ্যে সীমিত পরিসরে হামলার...
ঢাকা-চট্টগ্রামসহ দেশের ১৪ জেলায় সকালেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর বেশি হতে পারে। আজ সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের...
আগামী বছরের বই ছাপানোর দরপত্র শুরু হচ্ছে চলতি মাসেই। নভেম্বরের মধ্যেই বই ছাপানো শেষ করার লক্ষ্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)। সেই সঙ্গে দরপত্র প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনা...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.