ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স ফ্ল্যাটের ক্ষেত্রে লিভিং রুমের অন্যতম প্রধান অংশ হলো সিঁড়ি। এই সিঁড়িতে সামান্য নান্দনিকতার ছোঁয়া আনা গেলে পুরো ফ্ল্যাটের চেহারাই পাল্টে ফেলা সম্ভব। জেনে নিন দৃষ্টিনন্দন উপায়ে সিঁড়ি সাজানোর উপায়।
কোয়ার্টার ল্যাণ্ডিং
বাসাবাড়ি বা অফিসে প্রায়ই দেখা যায়, সিড়ি দিয়ে কিছুটা ওঠার পর খানিকটা জায়গা, তারপর আবার পরের ফ্লোর। এমন সিঁড়িকে ইন্টেরিয়রের ভাষায় বলা হয় কোর্য়াটার ল্যাণ্ডিং৷ এখানে রাখতে পারেন ছোট শোপিস, মেটালের ফুলদানি বা সুন্দর ল্যাম্পশেড।
গাছ
সিঁড়িতে আলো-বাতাসের মাত্রার ওপর নির্ভর করে গাছ বাছাই করতে হবে। বাহারি হলেও বেশি ঝাঁকড়া নয়, অল্প আলো-হাওয়ায় মানিয়ে নিতে পারে এমন কয়েকটি গাছ বেছে নিতে পারেন। তালিকায় রাখতে পারেন পথোস, পিস লিলি, জেড প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট ইত্যাদি।
সিঁড়িতে রাখা গাছের জন্য টবও কিনতে হবে বুঝেশুনে। কোনো কারণে পায়ে ধাক্কা লেগে গাছ পড়ে গেলেই কিন্তু টব ভেঙে যেতে পারে! ছোট আকৃতির প্লাস্টিকের টব এক্ষেত্রে সুবিধাজনক।
দেয়াল
সিঁড়ি সংলগ্ন দেয়ালটিতে সবচেয়ে বেশি সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ রয়েছে। মাটির পাত্রের পেছনে রং করে সিঁড়ির দেয়ালে ঝুলিয়ে দেওয়া যেতে পারে। বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে মাথাল, হারিকেন, একতারা, হুঁকা দিয়েও সাজাতে পারেন। বিভিন্ন আকারের নকশা করা আয়না, ম্যাক্রেম আজকাল অনেক ট্রেন্ডি। এগুলো দিয়ে অনায়াসে দেয়াল সাজাতে পারেন। রাখতে পারেন একাধিক পেইন্টিং।
স্টোরেজ
সিড়ির নীচের জায়গাটা খালি না রেখে ব্যবহার করুন স্টোরেজ হিসেবে। যদি জায়গা বড় হয় তাহলে জুতার বাক্স রাখা যায়। রাখতে পারেন বইয়ের তাকও। বাসায় অ্যাকুরিয়াম থাকলে তা রাখার জন্য সিঁড়ির এই নিচের জায়গাটি হতে পারে আদর্শ। তবে এই জায়গা নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজন।
রাগস
হালের নকশা করা একটি রাগ পুরো ঘরের আবেদনই বদলে দিতে পারে। সিড়ির ল্যান্ডিং জোনে ছোট ছোট রাগস রাখতে পারেন। রানিং কার্পেটও দিতে পারেন। তবে ব্যস্ত জীবনে প্রতিদিন তা তুলে পরিষ্কার করা কিছুটা সমস্যাই বটে। এখানে ধাতব টবের একটি বড় গাছ রাখলে দারুণ মানাবে।
আলোর সামঞ্জস্য
খেয়াল রাখবেন, সিঁড়ির যেন কখনোই অন্ধকার না হয়। প্রাকৃতিক আলো ছাড়াও সিড়ির ওপরে এলইডি আলো লাগিয়ে দিন। সিঁড়িকে স্পটলাইটের সাহায্যে হাইলাইট করতে পারেন। খুব বেশি আলো ব্যবহার করবেন না। ইচ্ছা করলে সিড়ির ওপরের সিলিংয়ে ঝাড়বাতি লাগাতে পারেন, তাহলে তার আলো চারদিকে ছড়িয়ে পড়বে। সঙ্গে ফুট ল্যাম্প। বাজেট বেশি হলে পেইন্টিংয়ের ওপর ছোট স্পটলাইট ব্যবহার করতে পারেন।