ব্যালকনি বা বারান্দা সাজিয়ে তুলতে পারেন নানা ধরনের ল্যাম্প বা লাইট দিয়ে। এটি একদিকে রমজানের আবহ তৈরি করবে অন্যদিকে আপনার ব্যালকনি হয়ে উঠবে আরও নান্দনিক। সেই সাথে সেটি হয়ে উঠবে আরও সুন্দর ও আরামদায়ক।
কিছু সহজ উপায়ে ল্যাম্প সাজিয়ে ব্যালকনির পরিবেশ রোমান্টিক, উজ্জ্বল বা নরম আলোয় স্নিগ্ধ করা যায়। দেখে নিন কিছু দারুণ আইডিয়া। রইল বারান্দায় আলোক সজ্জার সহজ ৮ উপায়।
স্ট্রিং লাইট জড়িয়ে দিন: ল্যাম্পের চারপাশে ছোট ছোট ফেয়ারি লাইট জড়িয়ে দিন। এটি সন্ধ্যায় ব্যালকনিকে স্বপ্নময় ও উজ্জ্বল করে তুলবে। উষ্ণ সাদা বা রঙিন লাইট ব্যবহার করতে পারেন।
ল্যান্টার্ন কাভার লাগান: ব্যালকনিতে মেটাল, বাঁশ বা কাঠের ল্যান্টার্ন কাভার ব্যবহার করুন। এগুলো আলোকে নরম ও ছড়িয়ে দিতে সাহায্য করে। সেই সাথে ব্যালকনিকে বোহো বা ভিনটেজ লুক দেবে।
ঝুলন্ত ল্যাম্প ব্যবহার করুন: টেবিলে ল্যাম্প রাখার বদলে ছাদ থেকে ছোট ঝুলন্ত ল্যাম্প লাগান। এতে ব্যালকনির জায়গা বাঁচবে। এটি ক্যাফের মতো স্টাইলিশ দেখাবে।
ল্যাম্প শেড ডিজাইন করুন: ল্যাম্প শেডে রঙ করুন বা কাপড়, লেইস, পুঁতি দিয়ে সাজান। এতে ল্যাম্প নতুন ও ইউনিক লুক পাবে।
গাছের সঙ্গে ল্যাম্প সাজান: ল্যাম্পের পাশে ছোট গাছ রাখুন বা ল্যাম্পের চারপাশে মানিপ্ল্যান্ট বা বেলি ফুলের লতা পেঁচিয়ে দিন। এটি ব্যালকনিতে প্রাকৃতিক সৌন্দর্য এনে দেবে।
স্মার্ট এলইডি লাইট ব্যবহার করুন: রঙ পরিবর্তন করা যায় এমন স্মার্ট এলইডি লাইট ব্যবহার করুন। এতে আপনার ইচ্ছে মতো আলো কমানো, বাড়ানো বা রঙ পরিবর্তন করা যাবে।
কাচের বোতল বা জারে ল্যাম্প রাখুন: পুরোনো কাচের বোতল বা বড় জারের মধ্যে এলইডি লাইট রাখুন। চাইলে ভেতরে রঙিন পাথর বা শুকনো ফুল রাখতে পারেন, যা ব্যালকনির সৌন্দর্য বাড়াবে।
এলইডি ক্যান্ডেল ব্যবহার করুন: মোমবাতির মতো আলো চাইলে এলইডি ক্যান্ডেল ব্যবহার করুন। এগুলো দেখতে আসল মোমবাতির মতো কিন্তু আগুনের ঝামেলা নেই।
এই সহজ উপায়ে আপনার ব্যালকনি আরও উজ্জ্বল ও আকর্ষণীয় হয়ে উঠবে।