সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
Independent Television
 

শিমুল বাগানের পর্যটকদের আকর্ষণ সাদা ঘোড়া

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৫ পিএম

পর্যটকদের কাছে শিমুল বাগানের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ঘোড়া। এখানে ঘুরতে আসা পর্যটকদের দেখলেই ঘোড়া নিয়ে হাজির হয়ে যায় খুদে গাইড। ঘোড়ায় চড়িয়ে পয়সা কামাই করে তারা। কারও বয়স ১০, কারও বা ১২। মজার বিষয় হলো এখানে সবগুলো ঘোড়ার গায়ের রঙ সাদা।

সুনামগঞ্জে তাহিরপুরের বাদাঘাটের মানিগাঁও গ্রামে জয়নাল আবেদীনের এই শিমুল বাগান এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হিসেবে পরিচিত। এই বাগান ঘুরতে প্রতিদিন আসে শতশত পর্যটক। বাগানে রয়েছে ঘোড়ায় চড়ে বাড়তি আনন্দ পাওয়ার ব্যবস্থা। ২০১৬ সালে বাগান হওয়ার আগে এসব ঘোড়া ব্যবহার হতো বাদাঘাট থেকে টিলা পর্যন্ত মালামাল টানার কাজে। ঘোড়ার গাড়ি চলতো তখন।

এখানে ঘোড়ার গাইড হিসেবে যারা আছে, তাদের বেশির ভাগই শিশু। ছবি: জাবেদ রহিম বিজন

উত্তর বড়দল ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষেরা এসব ঘোড়া দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে আসছে। ৩০/৩৫টি ঘোড়া আছে ওই ইউনিয়নে। সবগুলো ঘোড়া চলে এখন শিমুল বাগানে। শিশু থেকে প্রাপ্ত বয়স্করা পর্যটকদের জন্য ঘোড়া নিয়ে অপেক্ষায় থাকে। বাগানের গেইট দিয়ে নতুন লোকজন ঢুকতে দেখলেই ঘোড়া নিয়ে এগিয়ে যায় সবাই। ঘোড়ায় উঠতে পীড়াপীড়ি করতে থাকে। পর্যটকদের ঘোড়ায় চড়িয়ে যা আয় হয় এর বড় অংশ দিন শেষে বুঝে নেয় ঘোড়ার মালিকরা। 

১০ বছর বয়সী লাকাব দুই ভাই-এক বোনের মধ্যে বড়। ঘোড়া নিয়ে প্রতিদিন সকালে চলে আসে শিমুল বাগানে। সন্ধ্যার আগ পর্যন্ত বাগানেই থাকে ঘোড়া নিয়ে। 

লাকাব কথা বলার ফাঁকে ফাঁকে বারবারই তার ঘোড়ায় চড়তে বলছিল- ‘ভাই উডো।’ কথার ফাঁকে সে বলছিল, ‘ঘোড়ার মধ্যে মানুষ উডে আমরা ঘুরাই। বাগানের এদিক-ওদিক ঘুরিয়ে একশো টাকা নেই সাওয়ারী পিছু। পাঁচশো টাকা পেলে ঘোড়ার মালিক নেয় সাড়ে তিনশো। আমার দেড়শো থাকবে।’

বাগানে থাকা ঘোড়ার মালিক মুছা মিয়া ও মঞ্জুর আলী জানান, একটি ঘোড়ার খাবারের জন্য দুশো থেকে আড়াইশো টাকা খরচ রয়েছে প্রতিদিন। হাজার-বারোশো টাকা আয় হয় একেকটি ঘোড়া থেকে। 

শিমুল বাগানে যে ঘোড়াগুলো চোখে পড়ে তার সবই সাদা। এ ব্যাপারে মঞ্জুর আর মুসা মিয়ার ভাষ্য, ‘এহানো সাদা ছাড়া চলে না। সাদাডার ছবি ক্লিয়ার আইয়ে, সুন্দর আইয়ে।’ 

যোগাযোগ ব্যবস্থার দূরাবস্থার মধ্যেও প্রতিদিন দুই–আড়াই হাজার লোক এই বাগানে বেড়াতে আসে বলে জানায় স্থানীয়রা। পর্যটন স্পট সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর। সেখানেও সাদা ঘোড়ার কদর। 

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকায়ও রয়েছে ঘোড়ার কদর। ছবি: জাবেদ রহিম বিজন

ধলাই নদী। পাথর বাহিত এই নদীর পাড় থেকে নৌকা ঘাট পর্যন্ত ঘোড়ায় চলাচলের ব্যবস্থা রয়েছে পর্যটকদের জন্যে। ঘোড়া নিয়ে দাঁড়িয়ে থাকা সিরাজ উদ্দিন বলেন, ‘পার্শ্ববর্তী কালাইরাগ, খোলাবাড়ি ও ভোলাগঞ্জ গ্রামের মানুষরাই এখানে ঘোড়া চালনা করে আসছে পর্যটকদের জন্য। সিলেটের অন্যতম এই পর্যটন স্পটেও ২৫/৩০টি ঘোড়া রয়েছে, যার বেশীর ভাগের রং সাদা। সাদা পর্যটকদের পছন্দ।’ 

সিরাজ উদ্দিন আরও বলেন, ‘সবাই সাদাডাই খোঁজে। এক হাজার থেকে দেড় হাজার টাকা আয় হয় প্রতিদিন একেকটি ঘোড়া থেকে। ছোট হলে দু’জন আর বড় মানুষ হলে একজন করে যাত্রী নিই ঘোড়ায়। নদীর পাড় থেকে নৌকাঘাট পর্যন্ত একজনের ঘোড়ায় চড়ার ভাড়া ১’শ টাকা। পর্যটকরা এলে ধোলায় হাঁটা যায় না। সেজন্যে আমরা নিজেরার টাকায় এই রাস্তায় পানি মারাই (ছিটাই), যাতে ধুলা না ওড়ে।’ 

বিশ্বজুড়ে পর্যটনের ভিড় আবার বাড়ছে। তবে বাড়ছে কিছু নতুন ধরনের সমস্যাও। অনেক দেশেই স্থানীয় সংস্কৃতি ও সামাজিক শালীনতা বজায় রাখতে এখন পর্যটকদের জন্য পোশাকবিধিতে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। যেখানে একসময়...
ভ্রমণ মানেই মজা, মুক্তি আর নতুন কিছু দেখার রোমাঞ্চ। তবে শুধু হুটহাট ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লেই হয় না। আগে থেকে কিছু কৌশল জানা থাকলে যেকোনো ট্রিপ হয়ে উঠতে পারে আরও বেশি ঝামেলামুক্ত আর উপভোগ্য। নিচে...
গরমের কড়া রোদে ঠান্ডা এক গ্লাস পানীয় যেন শরীর এবং মনকে প্রশান্তি দেয়। এমনই এক দারুণ পানীয় হলো গ্যালাক্সি। এটি শুধু আপনার পিপাসা মেটাতে সাহায্য করবে না, বরং লেবুর তাজা স্বাদে পুরো অনুভূতি হয়ে উঠবে...
ভ্রমণের পরিকল্পনা করছেন? আপনার পোশাক এবং মেকআপ ব্যাগ গুছিয়ে নেওয়ার পর, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ভ্রমণের ব্যাগ নির্বাচন করা। বিশাল স্যুটকেসের পরিবর্তে সহজে বহনযোগ্য ট্রাভেল ব্যাগ নেওয়া...
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের...
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
ভারত বাংলাদেশে রেল সংযোগ উদ্যোগের প্রায় পাঁচ হাজার কোটি রুপির তহবিল এবং অন্যান্য নির্মাণ-সম্পর্কিত কাজ স্থগিত করেছে। চলমান রাজনৈতিক অস্থিরতা এবং শ্রম সুরক্ষার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া...
হাথুরুসিংহের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ে তিনি নাসুম আহমেদকে চড় মেরেছিলেন, যদিও সে অভিযোগ জোরের সঙ্গেই অস্বীকার করেছেন হাথুরুসিংহে। ওদিকে বিসিবির নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.