রাজধানীর গরমে হাঁসফাঁস করছেন? ঢাকার গরম থেকে মুক্তি পেতে চাইলে ঘুরে আসতে পারেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে। গ্রীষ্মের এই সময়ে হোটেলটি আয়োজন করেছে বিশেষ সামার ক্যাম্পেইন ‘বিট দ্য হিট’।
সংবাদ বিজ্ঞপ্তিতে হোটেলটি জানিয়েছে, এই অফারে থাকছে বিশ্রাম, আনন্দ আর স্বাদের এক অনন্য মেলবন্ধন। ঢাকা রিজেন্সির রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে বসে উপভোগ করা যাবে মনভোলানো রাতের খাবার। যারা প্রশান্তি খোঁজেন, তাদের জন্য রয়েছে রুফটপ সুইমিং পুল। শীতল পানিতে ডুব দিয়েই যেন ভুলে যাবেন সারাদিনের ক্লান্তি।
এছাড়া গ্রীষ্মের স্বাদকে আরও রাঙিয়ে তুলতে থাকছে তাজা ফলের রঙিন জুসের কালেকশন। প্রতিটি চুমুকে মিলবে ঠান্ডা হাওয়ার মতো এক নির্মল অনুভূতি। সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে স্পা নিলে মিলবে ১৫ শতাংশ ছাড়। যারা সুইমিং শিখতে চান, তাদের জন্য আছে বিশেষ কোর্স। শিশু থেকে প্রাপ্তবয়স্ক, সব বয়সীদের জন্যই উপযুক্ত প্রশিক্ষণ। হোটেলের হেলথ ক্লাব সদস্যদের জন্য থাকছে বিশেষ ছাড় ও প্যাকেজ।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে, ঢাকা রিজেন্সির এক্সক্লুসিভ সামার রুম প্যাকেজ। যাঁরা পুরোপুরি আরামে থাকতে চান, তাঁদের জন্য থাকছে রাজকীয় থাকার ব্যবস্থা।