ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ছাড় ও সেবা নিয়ে হাজির হয়েছে রাজধানীর পাঁচতারকা হোটেল ঢাকা রিজেন্সি। ‘ঈদ রিট্রিট অ্যাট ঢাকা রিজেন্সি’ শিরোনামে এই আয়োজন ঘিরে থাকছে নানা ধরনের অফার ও ছাড়। খাবার, রুম প্যাকেজ, স্পা, জিম, এমনকি লাউঞ্জ সেবাতেও থাকছে বিশেষ ছাড়।
হোটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিনে অতিথিদের জন্য থাকছে বিশেষ রাজকীয় ব্যুফে ডিনার। যেখানে থাকবে ঐতিহ্যবাহী ঈদের খাবার ও নানা আন্তর্জাতিক পদ। পুরো পরিবার একসঙ্গে খেতে চাইলে থাকছে ‘ডাইন থ্রি’ প্যাকেজ, যার দাম ৮ হাজার ৩৩৩ টাকা।
যারা সিলেক্টেড ব্যাংক কার্ড হোল্ডার, ফ্যান অব ঢাকা রিজেন্সি সদস্য অথবা প্রিমিয়ার ক্লাবের সদস্য, তারা মাত্র ৫ হাজার ৫৫৫ টাকায় পাবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুবিধা। এছাড়া নির্দিষ্ট কিছু পার্টনারের সঙ্গে থাকছে ব্যুফেতে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়।
ঈদে যারা শহরেই থাকতে চান, তাদের জন্য রয়েছে ঈদ স্পেশাল রুম প্যাকেজ। এতে থাকছে ফ্রি ব্যুফে ব্রেকফাস্টসহ নানা সেবা, যা মিলবে ১০ হাজার ৫৫৫ টাকায়।
আর যারা ঈদের ছুটিতে একটু প্রশান্তি খুঁজছেন, তাঁদের জন্য রয়েছে স্পা অফার। রিচার্জিং থেরাপিতে থাকছে ২৫ শতাংশ ছাড়। ফিটনেসপ্রেমীদের জন্য রয়েছে জিম মেম্বারশিপে ৪০ শতাংশ ছাড়।
লাউঞ্জে কাটানো অবসর সময় আরও উপভোগ্য করতে থাকছে কফি বা মকটেলসহ সব খাবারে ২০ শতাংশ ছাড়। পিৎজায় থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফারও।
ঈদের ছুটিতে ঢাকায় থেকেও একটু ভিন্নভাবে সময় কাটাতে চাইলে ঢাকা রিজেন্সির এই আয়োজন হতে পারে দারুণ গন্তব্য। বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক থেকে। অথবা ফোন করতে পারেন ০১৭১৩৩৩২৬৬১-এই নম্বরে।