বন্ধুদের সঙ্গে ছুটিতে যাওয়া মানেই মজা, আড্ডা আর নতুন অভিজ্ঞতা। কিন্তু মাঝপথে যদি কেউ রাগ করে, কেউ বাজেট নিয়ে অস্বস্তি বোধ করে কিংবা হুট করে দলছুট হয়ে যায়। তাহলে পুরো আনন্দটাই মাটি হতে পারে।
তাই ট্রিপে যাওয়ার আগে একটু খোলাখুলি কথা বলুন। কিছু প্রশ্ন হয়তো অল্প অস্বস্তি দেবে, কিন্তু সেটা মাঝপথের বড় ঝামেলা থেকে আপনাকে বাঁচাতে পারে। টাকার কথা বলুন, কে কী চায় সেটা জেনে নিন, আর মাঝেমধ্যে একটু ছাড় দিতে শিখুন। তাহলে বন্ধুত্বও ঠিক থাকবে, আর ছুটিটাও হবে নির্ঝঞ্ঝাট।
সবাই আসলে কত খরচ করতে পারবে?
সবাই বলছে, ‘চল ঘুরতে যাই’, কিন্তু একেকজনের বাজেট একেক রকম। কেউ রাজি ১২ হাজার টাকার রিসোর্টে থাকতে, আবার কেউ এত খরচে অস্বস্তিতে পড়ে যায়।
তাই শুরুতেই ঠিক করে নিন, ট্রিপটা কেমন হবে। কম খরচে, একটু বিলাসী, না মাঝামাঝি কিছু? আর খরচ ভাগ করে নিন আগেই। এতে কেউ কারও ওপর চাপ ফেলবে না।
এই ট্রিপ কেমন হবে?
কেউ ঘুমাতে ভালোবাসে, কেউ সকালে উঠে হাইকিং করতে চায়। কেউ পুলের ধারে বসে রিল বানাতে চায়, কেউ শহর ঘুরে দেখার প্ল্যান করে।
তাই আগেই জেনে নিন, সবার পছন্দ কেমন। কেউ বিচ পছন্দ করে, কেউ পাহাড়ে যেতে ভালোবাসে। দরকার হলে দিনে কিছু সময় আলাদা কাটান। এতে মনোমালিন্য হবে না।
কে কাকে রুমমেট পাচ্ছে?
ট্রিপের সময় যদি ঘরের বন্দোবস্ত ভালো না হয়, তাহলে সেটাই হয়ে দাঁড়ায় বড় সমস্যা। কেউ নাক ডাকে, কেউ এসি ছাড়া থাকতে পারে না।
আগেই জেনে নিন, কে কার সঙ্গে থাকছে, কে কোথায় ঘুমাবে। যদি সোফা বেডে ঘুমাতে হয়, তাহলে পালা করে থাকুন। এতে সবাই শান্তিতে থাকতে পারবে।
ঘুরতে যাচ্ছি, না কনটেন্ট বানাতে?
বন্ধুদের মধ্যে একজন নিশ্চয়ই আছেন, যিনি একেকটা ছবি তুলতে ঘণ্টাখানেক সময় নেন।
তাই বুঝে নিন, ছুটিটা শুধুই ঘোরাঘুরি হবে, না ছবি আর ভিডিও তুলেই বেশি সময় কাটবে। কারও যেন মনে না হয়, তাকে শুধু কনটেন্টের ব্যাকগ্রাউন্ড বানিয়ে রাখা হয়েছে।
সময় মেনে চলা হবে তো?
‘সকাল ৯টায় বের হব’-এই কথার মানে একেকজনের কাছে একেক রকম। কেউ সময়মতো রেডি থাকে, কেউ আবার সাড়ে ১০টায় বেরোয় তিনবার জামা বদলে আর ছবি তুলে।
তাই ঠিক করে নিন, সময় মেনে চলা কতটা দরকার। কারা নিয়ম মানবে, কারা ঢিলেঢালা থাকবে। এই জিনিস আগেই স্পষ্ট করা ভালো। আর যদি প্ল্যানের দরকার হয়, তাহলে এক-দুজনকে দায়িত্ব দিন। না হলে হতেই পারে কনফিউশন।
বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া জীবনের অন্যতম আনন্দময় অভিজ্ঞতা হতে পারে। যদি একটু বুঝে, একটু ভেবে আর একটু খোলামেলা কথা বলে ট্রিপটা শুরু করা যায়। আগে থেকেই কিছু বিষয় পরিষ্কার থাকলে, পুরো ট্রিপটাই হয়ে উঠবে ঝামেলামুক্ত ও আনন্দে ভরপুর।