আজ শনিবার ভোটার দিবস। এ উপলক্ষে এ বছর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জানানো হয়, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।
আগে প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যার চেয়ে এবারের তালিকায় বেড়েছে ২.২৬ শতাংশ।
শনিবার বিকেলে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। এবার ভোটার দিবসের প্রতিপাদ্য ‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব’।
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন। নারী ভোটার আছেন ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৯৩২ জন।
আগের চেয়ে ভোটারের সংখ্যা বেড়েছে ২১ লাখ ৬০ হাজার ৮৭১ জন।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে ভোটার ছিলেন ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন।