কয়েকটি জায়গায় সংশোধন করতে বলে প্রত্নসম্পদ আইন–২০২৪ এর খসড়া ফেরত দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত আইনটির খসড়া অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তবে এটির অনুমোদন দেওয়া হয়নি।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রত্নসম্পদ আইন, ২০২৪-এর খসড়ার অনুমোদন, এটির উদ্যোক্তা ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিষয়টি উপস্থাপিত হওয়ার পর বিস্তারিত আলোচনা এখানে হয়েছে। এতে সিদ্ধান্ত হয়েছে যে, কয়েকটি জায়গায় পরিমার্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর পুনরায় উপস্থাপনের জন্য অনুশাসন দেওয়া হয়েছে।’
মো. মাহবুব হোসেন বলেন, ‘এ আইনের খসড়ায় মূলত বাংলাদেশের যে প্রত্যন্ত সম্পদ আছে সেগুলো সংরক্ষণ করা এবং সেগুলো হস্তান্তর, নিয়ন্ত্রণ করার বিষয়গুলো সেখানে ছিল। এসব বিষয় যদি কেউ অমান্য করে তখন তাদের জন্য শাস্তির বিধান এখানে ছিল।’
খসড়াটি পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে আবারও উপস্থাপন করতে বলা হয়েছে বলে জানিয়েছেন মো. মাহবুব হোসেন।