সেকশন

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
Independent Television
 

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

আপডেট : ১৫ মে ২০২৪, ০৮:৫৯ এএম

নাজুক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত বছরের এ সময়ের তুলনায় বেড়েছে আক্রান্তও। এ অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এডিস নিয়ন্ত্রণে ওষুধ ছেটানোর দাবি করলেও, ওষুধ কেনার প্রক্রিয়া চলার কথা জানাচ্ছে উত্তর সিটি করপোরেশন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বছরজুড়েই থাকবে ডেঙ্গুর প্রকোপ।

মানিকগঞ্জের শফিউদ্দীন মোল্লা। পেশায় আসবাব ব্যবসায়ী। মাসখানেক ধরে জ্বর। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আসার পর শনাক্ত হয় ডেঙ্গু। 

এমন শারীরিক অবস্থা নিয়ে মানুষ রোজই আসছে মুগদা হাসপাতালেও। কেউ শনাক্ত হয়ে আসছে বা কেউ এসে ডেঙ্গুতে শনাক্ত হচ্ছেন। চলতি মে মাসের প্রথম দুই সপ্তাহে ভর্তি হন ১১৯ জন।

পরিসংখ্যান বলছে, গত বছরের এপ্রিলে ডেঙ্গু রোগী ছিল ৬৮ জন। এ বছরের একই সময়ে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৫ জনে। আর এই সময়ে মারা গেছেন চারজন।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. নিয়াতুজ্জামান বলেন, ‘এপ্রিল মাসে ২১৫ জনকে ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হয়েছে। চলতি মে মাসের এই সময় পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে ১১৯ জনকে। হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।’

রোগীর সংখ্যা বাড়ছে এই তথ্য স্বীকার করে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন বছরজুড়েই থাকছে ডেঙ্গু।

অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ডা. শেখ দাউদ আদনান, সারা বছর জুড়ে ডেঙ্গু ছড়িয়ে থাকছে। যার ফলে গত বছরের তুলনায় এবার ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। 

এদিকে, এডিস মারতে নিয়মিত ওষুধ ছেটানোর কথা জানাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অন্যদিকে ওষুধ কেনার প্রক্রিয়ায় ঘুরপাক খাচ্ছে উত্তর সিটি।

ভিডিও দেখুন:

উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, ‘মশা মারার ওষুধ কিন্তু আমরা ঠিক করি না। আমরা কী ধরনের ওষুধ আনব তা বিভিন্ন বিভাগ মিলে ঠিক করে দেয়। ওষুধ আনার কার্যক্রম চলছে।’

দক্ষিণ সিটি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ ফজলে শামসুল কবির বলেন, ‘আমাদের কার্যক্রম চলছে। ১ হাজার ৫০ জন মশক কর্মী। কেউ কাজে ফাঁকি দিলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ডেঙ্গুর প্রকোপ শুরুর আগেই ১২ মে পর্যন্ত ২৯ জনের মৃত্যুর তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২ হাজার ৪৬০ জন।

এ বছরও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন হবে ঢাকায়। রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায়, এ সুবিধা পাবেন ৭৭ হাজার জন। ঢাকার বাইরে থেকে যে ১০ হাজার হজযাত্রী যাবেন তারা থাকছেন আওতার বাইরে। 
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘বিচারব্যবস্থাকে আরও সহজ করতে হবে। সীমাবদ্ধতা মেনে দায়িত্ব পালনে বিচারকদের দ্রুত, স্বল্প ব্যয়ে ও ভোগান্তিহীনভাবে বিচারিক সেবা দিতে হবে।...
৬ দাবি আদায়ে আজ রোববার সারা দেশে মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। তাদের বিরুদ্ধে উল্টো আন্দোলনে নেমেছে বুয়েটের শিক্ষার্থীরা। পলিটেকনিকের দাবিকে অযৌক্তিক মন্তব্য করেছেন তারা। শনিবার...
ছয় দফা দাবি আদায়ে এবার মহাসমাবেশের ডাক দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। আগামীকাল রোববার সারা দেশে এই কর্মসূচি পালন করবেন তাঁরা। আজ শনিবার ‘রাইজ ইন রেড’ নামে মানববন্ধন কর্মসূচি শেষে মহাসমাবেশের ঘোষণা...
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সারা থেকে ঈদের পোশাক কিনে রয়েল এনফিল্ড বাইক জিতে নিয়েছেন ঢাকার মো. মজিবর রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘ঈদ উল ফিতর ২০২৫ উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ র‌্যাফেল...
রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী শাহজাহান খানসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে ঢাকার সিএমএম আদালত এ...
ইংরেজি সালের সঙ্গে আমাদের সম্পর্ক যতটা গভীর, বাংলা সনের সঙ্গে তেমনটা দেখা যায় না। কেন বলছি এ কথা? কারো কাছে যদি জানতে চাওয়া হয়, আজ বৈশাখের কত তারিখ? তখন আমরা চট করে তারিখের কথা বলতে পারি না। আমরা...
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এবং কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.