মার্কিন সাময়িকী ফোর্বসের থার্টি আন্ডার থার্টি এশিয়ার নবম সংস্করণ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার এ সংস্করণটি প্রকাশিত হয়। এই তালিকায় ৩০ বছরের কম বয়সী ৩০০ তরুণ উদ্যোক্তা, নেতা ও উদ্ভাবককে তুলে ধরা হয়েছে, যারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে পরিবর্তন আনছেন এবং উদ্ভাবন করে যাচ্ছেন।
৩০ বছর বয়সের আগে ব্যবসা-বাণিজ্যে বিশেষ অবদানের জন্য থার্টি আন্ডার থার্টি তালিকাটি প্রণয়ন করে আসছে ফোর্বস। ২০১১ সাল থেকে সাময়িকীটি এ তালিকা প্রকাশ করে। গেল কয়েক বছর ধরেই বাংলাদেশি তরুণেরা ধারাবাহিকভাবে এ তালিকায় স্থান করে নিচ্ছেন।
এ বছর ৩০ বছরের কম বয়সী ৯ বাংলাদেশিকে বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন আনুশা আলমগীর (কালার্স ঢাকা), মেহেদি স্মরণ (হ্যালো টাস্ক), রেদোয়ান আহমেদ (ফ্রিল্যান্স সাংবাদিক), মো. শহিদুল ইসলাম, আব্দুল গাফফার সাদী এবং মো. তুষার (দ্রুত লোন), সুলতান মনি, মুমতাহিনা আনিকা (জাতিক) ও ফাহাদ আহমেদ (উইন্ড অ্যাপ)।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, কলা, প্রযুক্তি, গণমাধ্যম ও অর্থনীতিতে অবদান রাখায় তরুণদের এই স্বীকৃতি মিলেছে।