স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্লোভাকিয়ার রাষ্ট্রপতি জুজানা কাপুতোভাকে পাঠানো এক চিঠিতে এ শোক জানান।
প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর উপর জঘন্য হত্যাচেষ্টার ঘটনা জানতে পেরে আমি এবং বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত ও শঙ্কিত। আমি তাঁর দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করি এবং আশা করি এবং আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা তার পরিবারের সদস্যদের এবং স্লোভাকিয়ার জনগণের সাথে রয়েছে।’
প্রধানমন্ত্রী চিঠিতে আরও উল্লেখ করেন, ‘এ ধরনের বুদ্ধিহীন সহিংসতা বিশ্বব্যাপী গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধের ওপর আঘাত, এবং আমি এর কঠোর ভাষায় নিন্দা জানাই। আমি আপনাকে আশ্বস্ত করছি যে এই দুঃসময়ে আমরা স্লোভাকিয়ার পাশে আছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব সরওয়ার-ই-আলম সরকার চিঠির সত্যতা নিশ্চিত করেছেন।
গত বুধবার সরকারি এক বৈঠকের পর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সফল অস্ত্রপচারের পর তার অবস্থা এখন স্থিতিশীল।
প্রধানমন্ত্রী ফিকোর ওপর হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে রুশপন্থি ফিকোর ওপর হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি।
রবার্ট ফিকোর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য, রোমানিয়া, ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা।
গত বছরের সেপ্টেম্বরে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় ফেরেন রুশ-পন্থি বরার্ট ফিকো। জানুয়ারিতে ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দেন তিনি। এর আগে দুই দফায় প্রধানমন্ত্রী ছিলেন রবার্ট ফিকো।